বিটিআইয়ের নতুন ৪০০ ফ্ল্যাটের প্রদর্শনী
সব বয়সী নাগরিকদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করে, এমন ৪০০ নতুন ফ্ল্যাটের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষ আবাসন প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই)। ১৬ ও ১৭ সেপ্টেম্বর গুলশানে কোম্পানিটির প্রধান কার্যালয়ে নতুন এসব ফ্ল্যাটের প্রদর্শনী হবে। গতকাল শনিবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান। এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানিটির কমিউনিকেশন ও ব্র্যান্ড ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী পরিচালক আয়েশা সিদ্দিকা, প্রধান স্থপতি সাবরিন জিনাত রহমান ও বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক কাজী রাজিবুল হক। ‘বিটিআই গ্র্যান্ড লঞ্চিং ইভেন্ট’ শিরোনামের এই আয়োজনে গ্রাহকদের জন্য ঢাকা ও চট্টগ্রামের ৪০০টি নতুন অ্যাপার্টমেন্ট প্রদর্শন করা হবে।
বিটিআই জানিয়েছে, এই আয়োজন গ্রাহকদের পাশাপাশি জমির মালিকদের জন্যও বেশ গুরুত্বপূর্ণ। কারণ, এতে সদ্য অনুমোদিত বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে দুটি প্যানেল আলোচনাও হবে। পাশাপাশি দেশের আবাসন খাত–সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে গ্রাহকদের অবহিত করা হবে। ড্যাপ বিষয়ে আলোচক হিসেবে থাকবেন ড্যাপের প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম, স্থপতি রফিক আজমসহ বেশ কয়েকজন আবাসন–বিশেষজ্ঞ। স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম, ইয়োগা প্রশিক্ষক আনিকা রাব্বানি প্রমুখ।
আয়োজনের বিষয়ে বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান বলেন, ‘করোনার বিধিনিষেধকালে আমরা ঘর থেকে বের হতে পারিনি। আবার ঘরেও সব ধরনের সুযোগ–সুবিধা পাইনি। বিষয়টি চিন্তা করে শিশু থেকে বৃদ্ধ—সবার শারীরিক ও মানসিক প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করে আমরা “ওয়েলনেস কমিউনিটি” নকশার অ্যাপার্টমেন্ট তৈরি করেছি। শিশুদের খেলার জায়গা থেকে শুরু করে বড়দের ইয়োগা ও ব্যায়ামাগার সবই থাকবে এখানে। দামও থাকবে মধ্যবিত্তের নাগালের মধ্যে।’