তৈরি পোশাক ও ব্যাগশিল্প স্থাপনে ৫৭ কোটি টাকা বিনিয়োগ

তৈরি পোশাক ও ব্যাগ তৈরির শিল্প স্থাপনে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) কারখানা স্থাপন করবে চীন-তাইওয়ানের মালিকানাধীন এইচজেড আউটডোর ইন্টারন্যাশনাল কোম্পানি। এতে বিনিয়োগ করা হবে ৬০ লাখ মার্কিন ডলার বা ৫৭ কোটি টাকা (প্রতি ডলার ৯৫ টাকা ধরে)।

কোম্পানিটি বছরে ৩০ লাখ ৮০ হাজার পিস ব্যাগ, জ্যাকেট, জামা, প্যান্ট, শর্টস, ট্রাউজার, হ্যাট, স্কার্ট, ভেস্ট ও মোজা উৎপাদন করবে। এতে কর্মসংস্থান হবে ২ হাজার ২০২ জন বাংলাদেশির।

গত রোববার রাজধানীর গ্রিনরোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী দপ্তরে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।

বেপজার সদস্য (বিনিয়োগ-উন্নয়ন) আলী রেজা মজিদ ও এইচজেড আউটডোরের মহাব্যবস্থাপক রবার্টো হারিওনো গো চুক্তিতে সই করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম, নাফিসা বানুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেপজা জানিয়েছে, চট্টগ্রাম ইপিজেডেও এইচজেড আউটডোর ইন্টারন্যাশনালের মালিকানাধীন আরেকটি পোশাক ও ব্যাগ কারখানা আছে।