ইন্দোনেশিয়ায় বাণিজ্য বাড়াতে উদ্যোগ নেওয়ার আহ্বান

ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। সোমবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে
ছবি: এফবিসিসিআইয়ের সৌজন্যে

ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেছেন, ২০২০-২১ অর্থবছরে ইন্দোনেশিয়া-বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ১৯০ কোটি ডলারের। এই দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরও বাড়ানোর সুযোগ রয়েছে। বিশেষ করে বাংলাদেশের ওষুধ, কৃষিপণ্য, পোলট্রি, পাট ও চামড়াজাত পণ্য ও জুতার বিশাল বাজার রয়েছে ইন্দোনেশিয়ায়।

রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আজ সোমবার দুপুরে ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এফবিসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এফবিসিসিআই সভাপতি বলেন, চীন, ভারত, জাপানের মতো ইন্দোনেশিয়ার ব্যবসায়ীরাও বাংলাদেশের একটি অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ করতে পারে। সে জন্য রাষ্ট্রদূতকে উদ্যোগে নেওয়ার আহ্বানও জানান তিনি।

রাষ্ট্রদূত মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ইন্দোনেশিয়ার শুল্ক ও করকাঠামো তুলনামূলক সহজ হওয়ায় বাংলাদেশি রপ্তানিকারকদের পক্ষে বাজার ধরা সহজ হবে। ইন্দোনেশিয়ান উদ্যোক্তারা বাংলাদেশে ওষুধ ও এসএমই খাতে যৌথ বিনিয়োগে আগ্রহী। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা যাচাই করতে চলতি বছরই দেশটির শিল্পমন্ত্রী অথবা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। এ ছাড়া দেশটির সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা চলছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, সহসভাপতি মো. আমিন হেলালী, পরিচালক এমজিআর নাসির মজুমদার ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।