‘এমনভাবে নীতিমালা করতে হবে, যাতে অর্থ পাচারের সুযোগ না থাকে’

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশের বিনিয়োগকারীদের বিদেশে বিনিয়োগ করার জন্য নীতিমালা করা এখন সময়ের দাবি। সেই নীতিমালা হতে হবে এমন, যাতে কোনো ধরনের অর্থ পাচারের সুযোগ না থাকে। তবে তার আগে বিনিয়োগের খাত চিহ্নিত করতে হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশে বিদেশে বিনিয়োগের নীতিমালা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় বিভিন্ন অংশীজনের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে।
সিরাজুল ইসলাম, নির্বাহী চেয়ারম্যান, বিডা

আজ রোববার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে বিদেশের মাটিতে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালাবিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
কর্মশালায় বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বিদেশে বিনিয়োগের নীতিমালা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় বিভিন্ন অংশীজনের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। তিনি আরও বলেন, উন্নত বাংলাদেশ গড়ার কথা মাথায় রেখে বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে শিগগিরই বহির্বিশ্বে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালার খসড়া চূড়ান্ত করা হবে।

বহির্বিশ্বে বিনিয়োগের নীতিমালা করা এখন সময়ের দাবি। তবে আগে আমাদের বিনিয়োগের খাতগুলো চিহ্নিত করতে হবে।
সালমান এফ রহমান, উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক

সালমান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত এক দশকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বেড়েছে। তাই এখন আমরা বহির্বিশ্বে বিনিয়োগের কথা ভাবছি, যা ১০ বছর আগেও ছিল কল্পনার বাইরে। বহির্বিশ্বে বিনিয়োগের নীতিমালা করা এখন সময়ের দাবি। তবে আগে আমাদের বিনিয়োগের খাতগুলো চিহ্নিত করতে হবে।’
চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ বিদেশের মাটিতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে কৃষি ও কৃষি উৎপাদনবিষয়ক বিনিয়োগের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে কৃষি ও কৃষিজাত পণ্যে অনেক বাংলাদেশি ব্যবসায়ী, শ্রমিক ও উদ্যোক্তা জড়িয়ে আছেন, যাঁদের মাধ্যমে সহজেই ওই সব দেশে বিনিয়োগ করা যেতে পারে।

অনুষ্ঠানে বলা হয়, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে কৃষি ও কৃষিজাত পণ্যে অনেক বাংলাদেশি ব্যবসায়ী, শ্রমিক ও উদ্যোক্তা জড়িয়ে আছেন, যাঁদের মাধ্যমে সহজেই ওই সব দেশে বিনিয়োগ করা যেতে পারে।

কর্মশালায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসি মধ্যপ্রাচ্যে মাঝারি ও ছোট বিনিয়োগের সুবিধার কথা তুলে ধরেন।
বিডার উপপরিচালক নুসরাত জাহানের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য দেন বিডার নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন। এ সময় বিডার মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহাবুব ‘বহির্বিশ্বে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালার’ খসড়া তুলে ধরেন।