গাজীপুরে তৈরি হবে হুন্দাইয়ের গাড়ি

হুন্দাই মোটর কোম্পানির কারিগরি সহায়তায় হাইটেক পার্কে সাড়ে ছয় একর জমিতে গাড়ি উৎপাদনের কারখানা করবে ফেয়ার টেকনোলজি।

হুন্দাইয়ের গাড়ি উৎপাদনের কারখানার জন্য জমি বরাদ্দে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ফেয়ার টেকনোলজি। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলেছবি: ফেয়ার গ্রুপ

দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা ব্র্যান্ড হুন্দাইয়ের গাড়ি দেশেই তৈরি হবে। সে জন্য হুন্দাই মোটর কোম্পানির কারিগরি সহায়তায় গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কে সাড়ে ছয় একর জমিতে গাড়ি উৎপাদনের কারখানা গড়ে তুলবে ফেয়ার টেকনোলজি।

আনুষ্ঠানিকভাবে গত মঙ্গলবার হুন্দাইয়ের গাড়ি তৈরির কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছে ফেয়ার টেকনোলজি। এরই অংশ হিসেবে ঢাকার গুলশানের একটি হোটেলে জমি বরাদ্দে হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে ফেয়ার টেকনোলজির চুক্তি সই হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ফেয়ার টেকনোলজির পরিচালক মুতাসিম দাইয়ান প্রমুখ। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এবং ফেয়ার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। ফেয়ার গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ফেয়ার টেকনোলজি জানায়, গ্রাহকদের সম্পূর্ণ নতুন গাড়ি এবং মানসম্পন্ন বিক্রয়োত্তর সেবা দেওয়ার জন্যই কারখানা করা হচ্ছে। প্রাথমিকভাবে হুন্দাইয়ের সাম্প্রতিক মডেলের জনপ্রিয় গাড়ি সেডান, এসইউভি ও এমপিভি উৎপাদন করা হবে।

অনুষ্ঠানে জুনাইদ আহমেদ বলেন, ‘হুন্দাইয়ের মতো বিশ্বখ্যাত গাড়ি বাংলাদেশে নির্মাণ শুরু হলে বিশ্বের কাছে আমাদের মর্যাদা অনেক বৃদ্ধি পাবে। একই সঙ্গে তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, হুন্দাইয়ের মতো বিশ্বখ্যাত গাড়ি হাইটেক পার্কে তৈরি হলে তা বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করবে।

ফেয়ার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব বলেন, ‘হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত হয়ে হুন্দাই গাড়ি উৎপাদন কারখানার ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। হুন্দাইয়ের প্রযুক্তি ও দক্ষতা ব্যবহার করে আমরা বিশ্বমানের গাড়ি বাংলাদেশের গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে দেওয়ার চেষ্টা করব।’

ফেয়ার গ্রুপ বাংলাদেশে স্যামসাং স্মার্টফোন ও কনজ্যুমার ইলেকট্রনিক পণ্য উৎপাদন করছে। এ ছাড়া সারা দেশে খুচরা বিক্রি, বিক্রয়োত্তর সেবা ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ব্যবসা পরিচালনা করছে তারা।