জেনারেল মোটরসের ৯০ বছরের রাজত্ব এখন টয়োটার দখলে

সুদীর্ঘ ৯০ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাজারে রাজত্ব হারাল সেই দেশের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা জেনারেল মোটরস (জিএম)। ঐতিহ্যবাহী এই গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে হটিয়ে শীর্ষ স্থানটি দখল করে নিয়েছে জাপানের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক টয়োটা।

সদ্য বিদায় নেওয়া ২০২১ সালে যুক্তরাষ্ট্রের বাজারে টয়োটা ২৩ লাখ গাড়ি বিক্রি করে শীর্ষ স্থানে ওঠে আসে, যা আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। অন্যদিকে জিএমের গাড়ি বিক্রি আগের বছরের (২০২০ সাল) চেয়ে ১৩ শতাংশ কমেছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর নামের যন্ত্রাংশের অভাবে জেনারেল মোটরস প্রত্যাশামতো গাড়ি তৈরি করতে পারেনি, বরং গাড়ি উৎপাদন কমেছে। তবে সার্বিকভাবে বিদায়ী বছরে ২০২০ সালের তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে গাড়ি বিক্রি প্রায় ২ শতাংশ বেড়েছে। অবশ্য গাড়ি বিক্রির ওপর করোনা মহামারির বেশ প্রভাব পড়েছে। এখনো করোনার ধকল আছে গাড়ির বাজারে।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বৃহত্তম শহর ডেট্রয়েটভিত্তিক জেনারেল মোটরস ১৯৩১ সাল থেকে টানা ৯০ বছর সেই দেশের বাজারে গাড়ি বিক্রিতে শীর্ষ স্থানটি ধরে রেখেছিল, যা ২০২১ সালে টয়োটার কাছে হারাল।

জিএমের প্রধান অর্থনীতিবিদ এলেইন বাকবার্গ এক বিবৃতিতে গাড়ি বিক্রি কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে সেমিকন্ডাক্টর নামের যন্ত্রাংশের অভাব থাকার কথা উল্লেখ করেন।

২০২১ সালে জেনারেল মোটরসের মোট ২২ লাখ গাড়ি বিক্রি হয়েছে। আগের বছর, অর্থাৎ ২০২০ সালে এই সংখ্যা ছিল ২৫ লাখ।
জাপানি কোম্পানি টয়োটাও যন্ত্রাংশের সংকটে পড়েছিল। তাদেরও উৎপাদন কমাতে হয়। তবে যন্ত্রাংশের সংকট অন্যদের মতো প্রকট না হওয়ায় তাদের হাইব্রিডসহ বিভিন্ন মডেলের গাড়ি বেশি বিক্রি হয়েছে।

একসময় যুক্তরাষ্ট্রে গাড়ির বাজারে ৯০ শতাংশই ছিল জেনারেল মোটরসসহ ফোর্ড, ক্রিসলার এসব স্থানীয় কোম্পানির দখলে। সেই অবস্থা এখন আর নেই। সূত্র: বিবিসি।