দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৫ দিন

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৫ দিন বন্ধ থাকবে
ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী শুল্ক ও স্থলবন্দরে ভারত ও ভুটান থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে। আগামী শনিবার থেকে এই কার্যক্রম বন্ধ থাকবে। তবে এর মধ্যে কেবল ২৬ অক্টোবর (সোমবার) বাদে বাকি সব দিনই  শুল্ক ও স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল ও ইমিগ্রেশন-সংক্রান্ত সব কার্যক্রম চালু থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী শুল্ক ও স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি কাস্টমস) সোমেন কান্তি চাকমা। তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার  চ্যাংরাবান্ধার তিনটি সংস্থার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী শনিবার থেকে বুধবার পাঁচ দিন এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এক দিন বাদে অন্য চার দিন ইমিগ্রেশন-সংক্রান্ত সব কার্যক্রম চালু থাকবে।

বুড়িমারী শুল্ক ও স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বলেন, ‘ভারতের চ্যাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, চ্যাংরাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন—এই তিনটি সংস্থা উৎসবের পাঁচ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে আমাদের জানিয়ে দিয়েছে।’

বুড়িমারী ইমিগ্রেশন-সংক্রান্ত পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেনও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।