দেশে সংযোজিত শাওমির স্মার্টফোন বাজারে

দেশে সংযোজিত শাওমি ব্র্যান্ডের রেডমি সিরিজের ৯এ মডেলের স্মার্টফোনের বাজারজাত আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগে এই স্মার্টফোনের দাম ছিল ১০ হাজার ৪৯৯ টাকা, বর্তমান দাম হবে ৮ হাজার ৭৯৯ টাকা। রেডমি ৯এ মডেলের এই স্মার্টফোন কাল সোমবার থেকে সারা দেশে পাওয়া যাবে।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে শাওমি বাংলাদেশ। এতে জানানো হয়, রেডমি ৯এ দেশে পাওয়া যাবে গ্রানাইট গ্রে, পিকক গ্রিন ও ব্লু স্কাই—এ তিনটি রঙে। ৬ দশমিক ৫৩ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লের স্মার্টফোনে রয়েছে ৫০০০ এমএএইচ উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। এ ছাড়া স্মার্টফোনটিতে রয়েছে স্পোর্টস এআই সম্পন্ন ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে ৫ মেগাপিক্সেল ফন্ট ক্যামেরা।

গাজীপুরের ভোগড়ায় ৫৫ হাজার বর্গফুট আয়তনের কারাখানায় গত অক্টোবরে শাওমির স্মার্টফোন সংযোজন শুরু হয়। চীনা এই ব্র্যান্ডটির জন্য স্মার্টফোন সংযোজন করছে তাদেরই সহযোগী প্রতিষ্ঠান ডিবিজি টেকনোলজি বিডি লিমিটেড। কারখানাটিতে বছরে ৩০ লাখ স্মার্টফোন উৎপাদন করবে শাওমি বাংলাদেশ।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা যখন থেকে বাংলাদেশে কাজ শুরু করি, আমাদের লক্ষ্য ছিল প্রিমিয়ার স্টাইল, আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের ডিভাইস সরবরাহ করা। বাংলাদেশের প্রবৃদ্ধির প্রতিশ্রুতিবদ্ধ শাওমি এখন এসব ডিভাইস স্থানীয়ভাবেই উৎপাদন শুরু করেছে। এটা ডিজিটাল বাংলাদেশের জন্য একটা মাইলফলক।

অক্টোবরের তৃতীয় সপ্তাহে কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে শাওমি জানায়, ভারত, চীন ও ভিয়েতনামে উৎপাদিত স্মার্টফোনের মতোই একই মানসম্পন্ন স্মার্টফোন বাংলাদেশের কারখানাতেও তৈরি হবে। এ জন্য ধাপে ধাপে ১ কোটি মার্কিন ডলার বা ৮৫ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। ১ হাজারের বেশি কর্মসংস্থান হবে, যদিও বর্তমানে কাজ করছেন ২৬০ জন কর্মী।