বিক্রি হচ্ছে বগুড়ার নাজ গার্ডেন

উত্তরবঙ্গের প্রথম চার তারকা হোটেল বগুড়ার ‘নাজ গার্ডেন’ বিক্রি হয়ে যাচ্ছে
ছবি: সংগৃহীত

উত্তরবঙ্গের প্রথম চার তারকা হোটেল বগুড়ার ‘নাজ গার্ডেন’ বিক্রি হয়ে যাচ্ছে। হোটেলটির মালিক ও বিএনপির সাবেক নেতা মোহাম্মদ শোকরানা হোটেলটি বিক্রির উদ্যোগ নিয়েছেন। নিজের মালিকানাধীন হোটেল ছাড়াও বগুড়ায় নিজের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রির উদ্যোগ নিয়েছেন বলে তিনি প্রথম আলোকে জানান।

জানা গেছে, ১৫ একর জায়গার ওপর গড়ে তোলা নাজ গার্ডেন কেনার বিষয়ে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের একাংশের উদ্যোক্তা সেখ মহিউদ্দিন। বর্তমানে তিনি আদ-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক। সেখ মহিউদ্দিন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা সেখ আকিজ উদ্দিনের বড় ছেলে। মোহাম্মদ শোকরানা জানান, আকিজ গ্রুপ ছাড়া আরও কয়েকটি শিল্প গ্রুপের সঙ্গে হোটেলটি বিক্রির বিষয়ে কথাবার্তা চলছে।

মোহাম্মদ শোকরানা গত রোববার বলেন, ‘নাজ গার্ডেন ছাড়াও শহরের বাদুড়তলা এলাকার বাসা ও স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে ১৫ দশমিক ১১ একর জায়গাসহ নাজ গার্ডেন কিনতে আকিজ গ্রুপ আগ্রহ দেখিয়েছে। তারা হোটেল ব্যবসার পাশাপাশি অত্যাধুনিক বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিড়ি কারখানা স্থাপনে আগ্রহী। শুরুতে আমি জায়গাসহ হোটেলটির দাম ২০০ কোটি টাকা চেয়েছিলাম। কিন্তু পরে যখন জানলাম, হাসপাতাল-মেডিকেল কলেজের পাশাপাশি তারা বিড়ি কারখানাও করবে সেখানে। তাতে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে। এ জন্য দাম কিছুটা কমিয়ে ১৬০ কোটি টাকা চেয়েছি। তবে এখনো দরদাম চূড়ান্ত করেনি গ্রুপটি। এ কারণে অন্য কয়েকটি গ্রুপের সঙ্গে কথাবার্তা চলছে।’

হোটেল বিক্রি করে ব্যবসা থেকে অবসর নিচ্ছেন কি না, জানতে চাইলে বিএনপির সাবেক এ নেতা বলেন, ‘বিএনপির শাসনামলে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বিদেশি খেলোয়াড়দের থাকার জন্য ভেন্যুর কাছাকাছি আন্তর্জাতিক মানের হোটেলে থাকার শর্ত দেওয়া হয়। তখন ১৫ দশমিক ১১ একর জমির ওপর উত্তরবঙ্গের প্রথম চার তারকা হোটেল নাজ গার্ডেন গড়ে তুলি। জমির দাম বাদে হোটেলটি করতে খরচ হয়েছিল ৩৪ কোটি টাকা। কিন্তু গত দেড় দশকে বগুড়া স্টেডিয়ামে আন্তর্জাতিক কোনো ক্রিকেট ম্যাচ হয়নি। এ কারণে বিদেশি অতিথি নেই। আবার এরই মধ্যে বগুড়ায় আরও একটি তারকা হোটেল চালু হওয়ায় ব্যবসায়িক প্রতিযোগিতা তৈরি হয়েছে।’

হোটেলসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর ধরেই লোকসানে চলছে হোটেলটি। করোনা আসার পর অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। আর্থিক সংকটে পড়ে হোটেলের ১০০ জনবল ছাঁটাই করা হয়। তাতেও লোকসান কমেনি। এ কারণে বাধ্য হয়ে এখন হোটেলটিসহ শহরের বাদুড়তলায় ১৪ দশমিক ৫ শতক জায়গার ওপর অবস্থিত দোতলা বাড়ি, বাড়ির পাশে ২০ শতক জমিসহ সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

২০০৫ সালে চালু হওয়া নাজ গার্ডেন হোটেলে ৯৪টি আবাসিক কক্ষ, ২টি বিদেশি রেস্টুরেন্ট, ১টি বার, ৪টি সম্মেলন হল, ২টি সুইমিংপুল, ১টি লেক, গার্ডেন, গাড়ি পার্কিংসহ নানা সুবিধা রয়েছে।

হোটেলটির মালিক মোহাম্মদ শোকরানা ছিলেন বগুড়ার রাজনীতিতে বহুল আলোচিত মুখ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত ছিলেন তিনি। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে হেরে যান তিনি। ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন। ২০১৯ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেন।

এদিকে গুঞ্জন রয়েছে, সবকিছু বিক্রি করে কানাডায় পাড়ি দিচ্ছেন মোহাম্মদ শোকরানা। কানাডায় তাঁর ছেলে বসবাস করেন। তবে মোহাম্মদ শোকরানা দাবি করেন, তিনি দেশ ছাড়ছেন না। আপাতত সপরিবার ঢাকায় বসবাস করবেন।