বিজিএমইএর চিঠি এনবিআরকে

প্রকৃতপক্ষে গত আগস্টে কী পরিমাণ পোশাক রপ্তানি হয়েছে, তা খুঁজে বের করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করেছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

বিজিএমইএর সভাপতি রুবানা হক গতকাল সোমবার এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে দেওয়া এক চিঠিতে এই অনুরোধ করেন। চিঠিতে বলা হয়, এনবিআরের পোর্টালে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী আগস্ট মাসে পোশাক রপ্তানি হয়েছে ৩৩৬ কোটি ডলারের।

তবে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বলছে ২৪৬ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। দুই উৎসের প্রাপ্ত তথ্যে ৮৯ কোটি ৫৩ লাখ ডলারের ব্যবধান দেখা যাচ্ছে, যা পোশাকশিল্প ও জনগণের মধ্যে বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি করেছে।

বিজিএমইএর সভাপতি লেখেন, কোনো ধরনের জটিলতা ছাড়াই এনবিআরের পোর্টাল থেকে তাৎক্ষণিকভাবে পরিসংখ্যান পাওয়ায় পোশাকশিল্পের সহায়তা হচ্ছে। তবে সেখানে কারিগরি কোনো ত্রুটি বা অন্য কোনো কারণে পরিসংখ্যানে ত্রুটি পাওয়া যাচ্ছে, যা খুঁজে দেখা দরকার। পোশাকশিল্পের বৃহত্তর স্বার্থে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন