বেজার এক দরজায় ৯টি সেবা যুক্ত হচ্ছে

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) লোগো।
ছবি: সংগৃহীত

বিনিয়োগকারীদের জন্য আরও নয়টি সেবা এক দরজা বা ওয়ান–স্টপ সার্ভিস সেন্টারে (ওএসএস) নিয়ে আসছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। নতুন সেবাগুলো চলতি মাসের মধ্যে যুক্ত হবে। সব মিলিয়ে চলতি মাস শেষে বেজার কাছ থেকে বিনিয়োগকারীরা ৩০টি সেবা পাবেন। এখন পাচ্ছেন ২১টি। বেজা মোট ২৭টি শ্রেণিতে ১২৫টি সেবা অনলাইনে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

বেজায় ২০১৯ সালের ২১ অক্টোবর ওয়ান–স্টপ সার্ভিস চালু হয়। অবশ্য এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে পাস হয় ওয়ান–স্টপ সার্ভিস আইন। যেখানে বলা হয়, কোনো কর্মকর্তা নির্ধারিত সময়ে সেবা দিতে ব্যর্থ হলে, সেটা তাঁর চাকরির অসদাচরণ হিসেবে গণ্য হবে। আইনের পাশাপাশি বিধিমালা করে কোন সেবায় কত দিতে হবে, তা সুনির্দিষ্ট করা হয়েছে। ফলে সরকারি কর্মকর্তাদের আর গড়িমসির সুযোগ থাকছে না। অবশ্য আইনে দ্রুত সেবা দিতে কর্মকর্তাদের ক্ষমতায়নও করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সহায়তায় আমরা তাদের বিভিন্ন সেবা বেজার ওয়ান–স্টপ সার্ভিস সেন্টারের আওতায় নিয়ে আসছি। বিনিয়োগকারীরা তার সুফল পাবেন।’
পবন চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান, বেজা

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের সহায়তায় আমরা তাদের বিভিন্ন সেবা বেজার ওয়ান–স্টপ সার্ভিস সেন্টারের আওতায় নিয়ে আসছি। বিনিয়োগকারীরা তার সুফল পাবেন।’

দেশে সরকার ২০৩০ সাল নাগাদ ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করছে। এর মধ্যে সরকারিভাবে আটটির কাজ এগিয়ে যাচ্ছে। বেসরকারি উদ্যোগে তৈরি হচ্ছে ২০টির মতো। এসব অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে ১ হাজার ৮০০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। বেজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব সেবা অনলাইনে এক জায়গা থেকে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

চলতি বছর বেজা ওয়ান–স্টপ সার্ভিসের আওতায় যে দুটি সেবা যোগ করেছে, তা হলো ট্রেড লাইসেন্সের নবায়ন ও জেনারেটর আমদানিতে ছাড়পত্র। নতুন করে পরিবেশ অধিদপ্তরের নয়টি সেবা যুক্ত হবে; যা হলো এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের (ইআইএ) আবেদন নেওয়া এবং রেড, গ্রিন, অরেঞ্জসহ বিভিন্ন শ্রেণির কারখানার জন্য পরিবেশ ছাড়পত্র ও নবায়ন।

বেজা বিনিয়োগকারীদের বিনিয়োগ ছাড়পত্র, বিনিয়োগ নিবন্ধন, জমির আবেদন, আমদানি ও রপ্তানির অনুমতি, ভিসা সুপারিশপত্র, ভিসা সহায়তা, কাজের অনুমতি ও নবায়ন, ট্রেড লাইসেন্স ইত্যাদি সেবা দিচ্ছে।

ওয়ান–স্টপ সার্ভিসের আওতায় বেজা বিনিয়োগকারীদের বিনিয়োগ ছাড়পত্র, বিনিয়োগ নিবন্ধন, জমির আবেদন, আমদানি ও রপ্তানির অনুমতি, ভিসা সুপারিশপত্র, ভিসা সহায়তা, কাজের অনুমতি ও নবায়ন, ট্রেড লাইসেন্স, ভূমি ব্যবহার পরিকল্পনা, বাণিজ্যিক উৎপাদন ছাড়পত্র, স্থানীয় বিক্রয় ও ক্রয় অনুমোদন, নমুনা আমদানি অনুমতি, নমুনা রপ্তানি অনুমতি, দখল সনদ, নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন ইত্যাদি সেবা দিচ্ছে।

বেজা জানায়, ৯ সেপ্টেম্বর পর্যন্ত বেজার ওএসএস হতে অনলাইনে বিভিন্ন সেবা ৯ হাজার ৬৭ বার নিয়েছেন বিনিয়োগকারীরা।

ঢাকার বীর উত্তম সি আর দত্ত সড়কে আবদুল মোনেম বিজনেস ডিস্ট্রিক্টে বেজার কার্যালয়েই ওয়ান–স্টপ সার্ভিস সেন্টার। পুরো ব্যবস্থাটি বেজা তৈরি করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায়।