মজুরির নতুন হার নির্ধারণ

প্রথম আলো ফাইল ছবি

সরকারি দপ্তরে দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিকদের মজুরির নতুন হার নির্ধারণ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সে অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় এখন থেকে নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি হবে ৬০০ টাকা, যা আগে ছিল ৫০০ টাকা। আর অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি হবে ৫৭৫ টাকা, যা আগে ছিল ৪৭৫ টাকা।

বিভাগীয় শহর ও অন্যান্য সিটি করপোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি হবে ৬০০ টাকা, যা আগে ছিল ৫০০ টাকা। আর অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা, যা আগে ছিল ৪৫০ টাকা।
জেলা ও উপজেলা এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ধরা হয়েছে ৫৫০ টাকা, যা আগে ছিল ৪৫০ টাকা। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা, যা আগে ছিল ৪০০ টাকা।

এ ব্যাপারে গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে আগের চেয়ে প্রতিটি ক্ষেত্রে ১০০ টাকা করে মজুরি বাড়ানো হয়েছে। এর আগের প্রজ্ঞাপনটি ছিল ২০১৬ সালের ২৪ মে জারি করা।

প্রজ্ঞাপনে কিছু শর্ত জুড়ে দিয়েছে অর্থ বিভাগ। যেমন শ্রমিকের সংখ্যা যথাযথ কর্তৃপক্ষ থেকে অনুমোদিত হতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর/সংস্থার নিজস্ব বাজেট থেকে এ ব্যয় নির্বাহ করতে হবে।