সাতদিন রেস্তোরাঁ খোলা, তবে খেতে হবে বাড়ি নিয়ে

সাতদিনের লকডাউনে কী কী করা যাবে আর কী কী করা যাবে না, তা প্রজ্ঞাপনের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে। আজ রোববার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। এ সময় খাবারের দোকান, হোটেল ও রেস্তোরাঁ খোলা থাকবে। তবে কোনো অবস্থায় হোটেল ও রেস্তোরাঁয় বসে কেউ খাবার খেতে পারবেন না। শুধু খাবার কিনে নিয়ে যাওয়া যাবে। অনলাইনেও খাবার কেনা যাবে।

প্রজ্ঞাপনে বলা হয়, কেউ যদি সরকারি এ আদেশ না মানেন, তবে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, কেউ যদি সরকারি এ আদেশ না মানেন, তবে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে করোনার প্রথম দফার সংক্রমণ ঠেকাতে গত বছরের ২৬ মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে ৩১ মে ওই সাধারণ ছুটি উঠিয়ে নেওয়া হয়। সে সময় শুরুতে খাবারের দোকান ও রেস্তোরাঁগুলো বন্ধ রাখা হয়েছিল। পরে নানা শর্তে তা খুলে দেওয়া হয়। কয়েক দিন ধরে নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় সরকার এক সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।