লকডাউনের মধ্যে গাড়ি নিবন্ধনের জন্য বিশেষ ব্যবস্থা চায় বারভিডা

লকডাউনের মধ্যে বিআরটিএতে বিশেষ ব্যবস্থায় গাড়ির নিবন্ধন কার্যক্রম চালুর দাবি জানিয়েছে বারভিডা (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন)। আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বারভিডা জানায়, বর্তমান লকডাউন পরিস্থিতিতে সমুদ্রবন্দরগুলো, কাস্টম হাউস এবং ব্যাংক খোলা থাকায় বারভিডা সদস্যরা তাঁদের আমদানি করা গাড়িগুলো ছাড় করতে পারছেন। এর মাধ্যমে সরকারের রাজস্ব আয় নিশ্চিত হচ্ছে। তবে বিআরটিএ বন্ধ থাকায় গাড়ির ক্রেতারা গাড়ি নিবন্ধন সম্পন্ন করতে পারছেন না এবং ‘নম্বর’ না পাওয়ায় গাড়ি কিনলেও ব্যবহার করতে পারছেন না।

বারভিডা বলছে, নিবন্ধন করতে পারলে বর্তমান লকডাউন পরিস্থিতিতে ক্রেতারা জরুরি প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারতেন। আর গাড়ি নিবন্ধনের মাধ্যমে সরকারও কাঙ্ক্ষিত রাজস্ব পেতে পারত।

এ অবস্থায় ব্যবসায়িক কার্যক্রম চলমান রাখার স্বার্থে অন্যান্য সেবা সংস্থার মতো বিআরটিএ সীমিত পর্যায়ে খোলা রাখার দাবি জানিয়েছে বারভিডা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বারভিডা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরসহ বিআরটিএ এবং সড়ক ও সেতু মন্ত্রণালয়ে যোগাযোগ করে লকডাউন অবস্থায় বিশেষ সেবা হিসেবে গাড়ি রেজিস্ট্রেশন কার্যক্রম চালুর অনুরোধ জানিয়েছে। বারভিডা আশা করছে, জনস্বার্থে নিবন্ধন কার্যক্রমটি জরুরি ভিত্তিতে চালু করা হবে।