শিশুখাদ্য উৎপাদন ও প্যাকিং সুবিধা সংযোজন

গাজীপুরের শ্রীপুরে নবজাতকের বিশেষায়িত খাবার (ফর্মুলা) তৈরির অত্যাধুনিক কারখানা স্থাপন করেছে নেস্‌লে বাংলাদেশ। গতকাল অনলাইনে নতুন এ কারখানার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনছবি: নেস্‌লে বাংলাদেশের সৌজন্যে

বহুজাতিক খাদ্য ও পানীয় প্রস্তুতকারক কোম্পানি নেস্‌লে তাদের গাজীপুরের শ্রীপুরের কারখানায় অত্যাধুনিক শিশুখাদ্য উৎপাদন ও প্যাকিং সুবিধা সংযোজন করেছে। ‘ইনফ্যান্ট ফর্মুলা প্রসেসিং, ফিলিং ও প্যাকেজিং’ শীর্ষক নতুন এই প্ল্যান্টে ১৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

গতকাল বুধবার সকালে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ভার্চ্যুয়াল মাধ্যমে নেস্‌লের এই কারখানা সংযোজন প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম খান; নেস্‌লের দক্ষিণ এশিয়া অঞ্চলের মার্কেট হেড সুরেশ নারায়ণন; এশিয়া-ওশেনিয়া-আফ্রিকার নিউট্রিশন বিজনেস হেড আরশাদ চৌধুরী, রিজিওনাল ম্যানেজার স্টিফান বার্নহার্ড ও টেকনিক্যাল হেড ক্রিশ্চান শ্মিড এবং নেস্‌লে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দীপাল আবেইউইক্রেমা উপস্থিত ছিলেন।

নেস্‌লে জানায়, শিশুখাদ্য উৎপাদনে এটি বিশ্বে তাদের এ ধরনের ৩৪টি অত্যাধুনিক প্ল্যান্টের একটি। বাংলাদেশে উন্নতমানের শিশুখাদ্য তৈরির ক্ষেত্রে নেস্‌লের এই নতুন প্ল্যান্টে সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন যোগ করা হয়েছে। এই কারখানায় আমদানি করা কাঁচামালকে মোট চারটি ধাপে প্রক্রিয়াজাত করে শিশুখাদ্য তৈরি করা হয়।

নেস্‌লে বাংলাদেশের এমডি দীপাল আবেইউইক্রেমা বলেন, ‘শিশুর অপুষ্টি কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে দ্রুত সাফল্য অর্জন করেছে বাংলাদেশ, যা ইতিহাসে বিরল। পুষ্টি খাতে বাংলাদেশ সরকারের বিনিয়োগ এবং নানাবিধ কার্যক্রমের জন্যই তা সম্ভব হয়েছে। প্রতিদিন লাখ লাখ মানুষের কাছে বিশ্বমানের পুষ্টিকর খাদ্যপণ্য পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। বাংলাদেশের মানুষের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে তাদের সাহায্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘নেস্‌লে বাংলাদেশ তাদের গাজীপুরের শ্রীপুর কারখানায় ইনফ্যান্ট ফর্মুলা প্রসেসিং, ফিলিং ও প্যাকেজিং প্ল্যান্ট চালু করায় আমি অত্যন্ত খুশি। আমি ২০১৯ সালের অক্টোবরে সুইজারল্যান্ডে নেস্‌লের সদর দপ্তর, কোনলফিঙ্গান ফ্যাক্টরি ও গবেষণাকেন্দ্র পরিদর্শন করেছি। তখন নেস্‌লের নেতৃত্ব দানকারী দলের সঙ্গে বাংলাদেশে তাদের বিশ্বমানের কারখানা স্থাপনে বিনিয়োগের বিষয়ে আলোচনা করেছি। এটি আমার কাছে সন্তুষ্টির বিষয় যে নেস্‌লে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে।’

নেস্‌লে জানায়, তারা বিশ্বে ১৫৩ বছরের বেশি এবং বাংলাদেশে ২৬ বছরের বেশি সময় ধরে সুস্বাদু, পুষ্টিকর ও উন্নতমানের খাবার পরিবেশন করে আসছে। ১৫০ কোটি টাকার নতুন এই বিনিয়োগ উন্নত পুষ্টিকর খাদ্যের পাশাপাশি এ দেশে কর্মসংস্থান, উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতি বয়ে আনবে।