ডলারের মূল্যবৃদ্ধিতে ১৭৮ কোটি টাকার মুনাফা হারাল রবি আজিয়াটা

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা শেয়ারধারীদের ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ২০২২ সালে ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের জন্য এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। কোম্পানিসংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবি আজিয়াটা সূত্রে জানা যায়, গত বছর শেষে কোম্পানিটির মুনাফাও বেড়েছে। বছর শেষে কোম্পানিটি ১৮৩ কোটি টাকার বেশি কর–পরবর্তী মুনাফা করেছে। আগের বছর এ মুনাফার পরিমাণ ছিল ১৮০ কোটি টাকা। মুনাফা বৃদ্ধির কারণে রবির শেয়ার প্রতি আয় বা ইপিএসও বেড়েছে। ২০২২ সাল শেষে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৩৫ পয়সা। ২০২১ সালে যা ছিল ৩৪ পয়সা।

তবে রবির পক্ষ থেকে বলা হচ্ছে, ডলারের বিপরীতে টাকার এত বেশি অবমূল্যায়ন না হলে মুনাফা আরও অনেক বেশি হতো। রবির হিসাবে কোম্পানিটি টাকার অবমূল্যায়নের কারণে ১৭৮ কোটি টাকা মুনাফা হারিয়েছে। ডলারের মূল্যবৃদ্ধির কারণে এ লোকসান না হলে বছর শেষে রবির মুনাফা দাঁড়াত ৩৬১ কোটি টাকা।

গত বছর শেষে রবি আজিয়াটা আয় করেছে ৮ হাজার ৫৮৬ কোটি টাকা। আগের বছরের তুলনায় এ ক্ষেত্রে সাড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। রাজস্ব আয়ে এ প্রবৃদ্ধির পরও খুব বেশি মুনাফা করতে পারেনি। মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে দেড় শতাংশের মতো। কোম্পানির আয় থেকে সব ধরনের খরচ ও কর বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে সেটিই কোম্পানির প্রকৃত মুনাফা।

আরও পড়ুন

এদিকে মুনাফা ও লভ্যাংশ বাড়লেও শেয়ারবাজারে রবি আজিয়াটার শেয়ারের দাম বেঁধে দেওয়া সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে আছে। বর্তমানে কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ৩০ টাকা। গত বছরের আগস্ট থেকে এ দামে আটকে আছে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল কোম্পানি রবি আজিয়াটার শেয়ার।

আরও পড়ুন