আট মাসের মাথায় পদত্যাগ করলেন কাজী সানাউল হক

কাজী সানাউল হক

দায়িত্ব নেওয়ার আট মাসের মাথায় পদত্যাগ করলেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী সানাউল হক। গত ৯ ফেব্রুয়ারি তিনি এ পদে যোগ দিয়েছিলেন। গতকাল বুধবার অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে। ডিএসইর পক্ষ থেকে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যক্তিগত কারণে সানাউল হক পদত্যাগ করেছেন।

ডিএসই জানিয়েছে, এর আগে ৮ অক্টোবর পদত্যাগপত্র জমা দেন সানাউল হক। ডিএসইতে যোগ দেওয়ার আগে তিনি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। সংস্থাটি এ-ও জানিয়েছে, পদত্যাগ করলেও নিয়ম অনুযায়ী তিনি আগামী ৮ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

সানাউল হকের নিয়োগের আগেই ডিএসইর শেয়ারধারী তিন পরিচালক তাঁর নিয়োগের বিরোধিতা করেন। কারণ, যোগ্যতার বিচারে সানাউল হকের চেয়ে আরও বেশি যোগ্যতার লোক ডিএসইর এমডি পদের জন্য আবেদন করলেও সংক্ষিপ্ত তালিকা থেকেই তাঁদের বাদ দেওয়া হয়। তাই পুরো নিয়োগপ্রক্রিয়াটি নিয়েই ওই সময় প্রশ্ন দেখা দিয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ডিএসইর যে প্রভাবশালী পরিচালক সানাউল হকের নিয়োগে বেশি আগ্রহী ছিলেন, তাঁর সঙ্গেই সম্পর্কের চরম অবনতি ঘটে এমডি হিসেবে যোগ দেওয়ার পর। তাই আট মাসের মাথায় পদত্যাগ করতে হলো তাঁকে।

ডিএসইর আলোচিত-সমালোচিত এক পরিচালক ও সংস্থাটির সাবেক চেয়ারম্যান আবুল হাশেমের প্রবল আগ্রহে সানাউল হককে নিয়োগ দেওয়া হয়েছিল। এমনকি সানাউল হককে নিয়োগ দেওয়ার পথ সুগম করতে নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত পূরণের পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ওই পদে আবেদন না করার চাপ দেওয়া হয়। পরে অবশ্য তিনি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পর্যায়ে নিয়োগ পান।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ডিএসইর যে প্রভাবশালী পরিচালক সানাউল হকের নিয়োগে বেশি আগ্রহী ছিলেন, তাঁর সঙ্গেই সম্পর্কের চরম অবনতি ঘটে এমডি হিসেবে যোগ দেওয়ার পর। তাই আট মাসের মাথায় পদত্যাগ করতে হলো তাঁকে।

সানাউল হকের আগে ডিএসইর এমডি হিসেবে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেন কে এ এম মাজেদুর রহমান। ডিএসইর পরিচালনা পর্ষদ সম্মিলিত সিদ্ধান্তে তাঁকে দ্বিতীয় মেয়াদে নিয়োগের জন্য বিএসইসি আবেদন করে। কিন্তু সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া বিএসইসি মাজেদুর রহমানকে পুনর্নিয়োগ দেয়নি।