চীনে বিলেট রপ্তানির খবরে মূল্যবৃদ্ধির শীর্ষে জিপিএইচ

চীনে বিলেট রপ্তানির খবরে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাতের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটেছে গতকাল বুধবার। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন কোম্পানিটি ছিল মূল্যবৃদ্ধির শীর্ষে। এক দিনেই শেয়ারের দাম ১০ শতাংশ বা ২ টাকা ৬০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২৮ টাকা ৬০ পয়সায়। আইন অনুযায়ী, গতকাল এক দিনে কোম্পানিটির শেয়ারের মূল্যবৃদ্ধির এটিই ছিল সর্বোচ্চ সীমা।

জিপিএইচ ইস্পাত চীনে ২৫ হাজার টন বিলেট রপ্তানির চুক্তি করেছে। আগামী মাসের শুরুতে এ বিলেট রপ্তানি করা হবে বলে কোম্পানির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিলেট রপ্তানি করে জিপিএইচ ইস্পাত আয় করবে প্রায় ৮৬ কোটি টাকা। এ খবরে গতকাল শেয়ারবাজারে চাঙাভাব ছিল কোম্পানিটির শেয়ারের দামে।

আরও পড়ুন

অন্যদিকে পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করায় সরকারি মালিকানাধীন বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানির শেয়ারেরও সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটেছে গতকাল। তাতে এটি ঢাকার বাজারে গতকাল মূল্যবৃদ্ধির দ্বিতীয় শীর্ষ অবস্থানে ছিল। দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ১০ শতাংশ বা সাড়ে ১২ টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩৮ টাকায়।

গত জুনে সমাপ্ত আর্থিক বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য সাবমেরিন কেব্ল ২২ অক্টোবর পর্ষদ সভা ডেকেছে। ওই সভা থেকে কোম্পানিটির লভ্যাংশ ঘোষণার খবর আসতে পারে। তাই পর্ষদ সভার খবরে গতকাল এটির শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটে।

জিপিএইচ ইস্পাত ও সাবমেরিন কেবলের শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধির দিনে গতকাল দেশের দুই শেয়ারবাজারে সূচক সামান্য কমেছে। তবে উভয় বাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্টের মতো কমেছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি কমেছে ২৪ পয়েন্ট। ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৬৫১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৬১ কোটি টাকা বেশি। আর চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল ২৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেশি।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন বিমা খাতের শেয়ারের টানা মূল্যবৃদ্ধির পর এ খাতের শেয়ারের দাম সংশোধন শুরু হয়েছে। এ কারণে দু–তিন দিনে বিমা খাতের অধিকাংশ শেয়ারের দরপতন ঘটে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন বিমা খাতের শেয়ারের টানা মূল্যবৃদ্ধির পর এ খাতের শেয়ারের দাম সংশোধন শুরু হয়েছে। এ কারণে দু–তিন দিনে বিমা খাতের অধিকাংশ শেয়ারের দরপতন ঘটে। কিছু শেয়ারের দাম যেভাবে বেড়েছিল, সংশোধনের পর্যায়ে এসে একইভাবে দর হারাচ্ছে। বিমা খাতের মতো একই অবস্থা মিউচুয়াল ফান্ড খাতেও।

ঢাকার বাজারে বিমা ও মিউচুয়াল ফান্ড খাতের শেয়ার ও ইউনিটের মূল্য সংশোধন শুরুর পর অন্যান্য খাতের শেয়ারের নড়াচড়া শুরু হয়েছে। গতকাল বিমা ও মিউচুয়াল ফান্ড খাতের মূল্য সংশোধনের বিপরীতে খাতভিত্তিক মূল্যবৃদ্ধিতে এগিয়ে ছিল প্রকৌশল খাতের কোম্পানিগুলো।

ঢাকার বাজারে গতকাল মূল্যহ্রাসের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৯টিই ছিল বিমা খাতের। এগুলো হলো পিপলস ইনস্যুরেন্স, কর্ণফুলী ইনস্যুরেন্স, ফনিক্স ইনস্যুরেন্স, রূপালী ইনস্যুরেন্স, ইস্টল্যান্ড, জনতা ইনস্যুরেন্স, নিটোল ইনস্যুরেন্স ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্স। এসব কোম্পানির প্রতিটিরই শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ করে কমেছে।

ঢাকার বাজারে গতকাল প্রকৌশল খাতের লেনদেন হওয়া ৪০ কোম্পানির মধ্যে ২৯টিরই দাম বেড়েছে। কমেছে ৬টির আর অপরিবর্তিত ছিল ৫টির দাম। এর বিপরীতে বিমা খাতের লেনদেন হওয়া ৪৭ কোম্পানির মধ্যে ৪১টিরই দাম কমেছে। আর দাম বেড়েছে ৩টির, অপরিবর্তিত ছিল ৩টির।

ঢাকার বাজারে গতকাল মূল্যহ্রাসের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৯টিই ছিল বিমা খাতের। এগুলো হলো পিপলস ইনস্যুরেন্স, কর্ণফুলী ইনস্যুরেন্স, ফনিক্স ইনস্যুরেন্স, রূপালী ইনস্যুরেন্স, ইস্টল্যান্ড, জনতা ইনস্যুরেন্স, নিটোল ইনস্যুরেন্স ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্স। এসব কোম্পানির প্রতিটিরই শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ করে কমেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী প্রথম আলোকে বলেন, বিমা কোম্পানির টানা ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বাজারে একধরনের অস্থিরতা তৈরি করেছিল। বেশ কিছুদিন ধরে বিমা কোম্পানি ছাড়া অন্য কোম্পানির শেয়ারের দাম ছিল পড়তি। এখন বিমা খাতে মূল্য সংশোধন শুরু হওয়ায় অন্যান্য খাতের শেয়ারের নড়াচড়া শুরু হয়েছে। এটি সার্বিকভাবে বাজারের জন্য মঙ্গলজনক।