দুই দিন বড় পতনের পর উত্থানের ধারায় সূচক

দুই দিনে ২৭১ পয়েন্ট হারিয়ে উত্থানের ধারায় ফিরেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস দুপুর ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭২ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেনে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২০৫ পয়েন্ট।

চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবস ব্যাপক দরপতন হয় ডিএসইতে। প্রথম দিন ডিএসই সূচকটি কমে ১৪৩ পয়েন্ট বা আড়াই শতাংশের বেশি। গতকাল সোমবার কমে ১২৮ পয়েন্ট বা সোয়া ২ শতাংশের বেশি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক গতকাল হারায় ৩৯৭ পয়েন্ট বা প্রায় আড়াই শতাংশ পয়েন্ট। চাঙা বাজারে হঠাৎ এমন বড় পতনের সুনির্দিষ্ট কোনো কারণও খুঁজে পাচ্ছে না নিয়ন্ত্রক সংস্থা। এ কারণে বাজারে তদারকি বাড়িয়েছে সংস্থাটি।

আরও পড়ুন

ডিএসইতে আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশির ভাগেরই দর বেড়েছে। দুপুর ১২টা নাগাদ ২২১টির দর বেড়েছে, কমেছে ২২টির, অপরিবর্তিত আছে ৯৩টির দর।

বাজার-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ভালো ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারেরও বড় ধরনের দরপতন ঘটে গতকাল। লেনদেনের প্রথম ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের দিক থেকে বিক্রির চাপ ছিল বেশি। তাতে সূচক কমতে শুরু করে। তখন অন্য বিনিয়োগকারীদের দিক থেকেও বিক্রির চাপ বেড়ে যায়। গতকাল অনেক কোম্পানি সর্বোচ্চ দরপতন হয়ে ক্রেতাশূন্য হয়ে পড়ে। তবে আজ আবার ঘুরে দাঁড়াতে দেখা যাচ্ছে।