সূচকের উত্থান অব্যাহত

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে দেশের শেয়ারবাজারে। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসের প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৯ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৪৬ পয়েন্ট।

ডিএসইতে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে ৬৩৮ কোটি ২৬ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ৯৭টির, অপরিবর্তিত আছে ৯৫টির দর। গতকাল মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইএক্স বাড়ে ১৯ পয়েন্ট। মোট লেনদেন হয় ১ হাজার ২৯০ কোটি ৯০ লাখ টাকার।

আরও পড়ুন

গতকাল শেয়ারবাজারে লেনদেন শুরু করে নতুন তালিকাভুক্ত কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার লিমিটেড। প্রথম দিনই সর্বোচ্চ মূল্যবৃদ্ধির পর বিক্রেতাশূন্য হয়ে পড়ে কোম্পানিটির শেয়ার। আজও লেনদেনের কিছুক্ষণ পর সর্বোচ্চ মূল্যবৃদ্ধির পর বিক্রেতাশূন্য হয়ে পড়েছে কোম্পানিটির শেয়ার।

অপর দিকে সিএসইতে দুপুর ১২টা নাগাদ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ৫৬টির, অপরিবর্তিত আছে ৪২টির দর।