সোনার ভরি হচ্ছে ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা
দেশের বাজারে আরেক দফা বাড়ছে সোনার দাম। এবার দাম বাড়ছে ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ সাড়ে ৪ হাজার টাকা ছাড়িয়েছে। দেশের বাজারে এটিই হবে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। আগামীকাল সোমবার থেকে নতুন এই দর কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ রোববার সোনার মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়েছে। সমিতি বলেছে, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বেড়ে যাওয়ার কারণে দর সমন্বয় করা হয়েছে।
চলতি বছরের ২০ জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ টাকা ছাড়িয়েছিল। তখন ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৭৭৭ টাকা। মাঝে মূল্যবান এই ধাতুর দাম কিছুটা কমলেও ১৬ অক্টোবর আবার বাড়ে। তখন প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৫৪৪ টাকায় ওঠে।
জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, আগামীকাল থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা। ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের সোনার দামও বাড়ছে। যেমন ২১ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়ছে। ফলে হলমার্ক করা ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হচ্ছে ৯৯ হাজার ৯০২ টাকা। আর ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৪০০ টাকা বৃদ্ধি পেয়ে হবে ৮৫ হাজার ৬১৪ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা বেড়ে প্রতি ভরির নতুন দাম হবে ৭১ হাজার ৩২৫ টাকা।
দেশের বাজারে আজ পর্যন্ত ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ১ লাখ ২ হাজার ৮৭৬ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেট সোনা ৯৮ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৮৪ হাজার ২১৪ ও সনাতন পদ্ধতির সোনা ৭০ হাজার ১৫৯ টাকায় বিক্রি হয়েছে।
বাজারে রুপার দাম অবশ্য অপরিবর্তিত আছে। হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা। আর হলমার্ক করা ২১ ক্যারেট রুপার প্রতি ভরির দাম পড়বে ১ হাজার ৬৩৩ টাকা।