বিচ্ছেদের পর মেলিন্ডার সম্পদের পরিমাণ হতে পারে ৬৫ বিলিয়ন ডলার

বিল গেটস ও মেলিন্ডা গেটস
ছবি: রয়টার্স

বিল ও মেলিন্ডা গেটসের ২৭ বছরের সম্পর্কটা শেষ হলো গত সোমবার। আদালতে বিচ্ছেদ আবেদনে তাঁদের বক্তব্য ছিল ‘এই বিয়ে অনিবার্যভাবে ভেঙে গেছে’। তাঁরা তো সম্পর্কের ইতি টানলেন, তবে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের দাম্পত্য বিচ্ছেদের আপসরফা কী হতে পারে, তা নিয়ে গত দুদিন ধরেই বিশ্ব সরগরম।

প্রথমেই আসা যাক তাঁদের সবচেয়ে আলোচিত দাতব্য প্রতিষ্ঠানের বিষয়ে। বিশ্বের অন্যতম বড় দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান এই দম্পতি। তাই শুরু থেকেই আলোচনা চলছিল, এই ফাউন্ডেশনের কী হবে। এ বিষয়ে সবাইকে আশ্বস্তও করেছেন তাঁরা। বিচ্ছেদ হলেও তাঁরা বর্তমানে যে অবস্থানে আছেন, সে অবস্থানেই থাকবেন। এর পর প্রশ্ন চলে আসে, বিচ্ছেদ চুক্তি কেমন হচ্ছে। সে বিষয়ে বিল ও মেলিন্ডা জানান, কীভাবে তাঁদের সম্পদ ভাগ করবেন, সে বিষয়ে তাঁরা একটি চুক্তিতে এসেছেন। বিচ্ছেদের আবেদনে এই দম্পতি আদালতকে জানান, তাঁদের যৌথ সম্পত্তি, ব্যবসায়িক স্বার্থ এবং দায়দায়িত্ব তাঁরা ভাগ করতে চান। তবে কীভাবে চাচ্ছেন, তা প্রকাশ হয়নি।

মার্কিন সাময়িকী ‘ফোর্বস’-এর তথ্য অনুসারে, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিশ্বের ধনীর তালিকায় চতুর্থ স্থানে থাকা বিল গেটসের সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন ডলার। তবে মেলিন্ডা গেটসের মূল সম্পদ কত, তা পরিষ্কার নয়। ২০১৫ সালে নতুন একটি সংগঠন দাঁড় করেছেন মেলিন্ডা। এর নাম পিভোটাল ভেঞ্চার্স। এ ছাড়া একটি বইয়ের লেখকও তিনি। গেটসের সঙ্গে মিলিয়ে মেলিন্ডার সম্মিলিত সম্পদের পরিমাণ অনেক।

এ ছাড়া ২০১৯ সালের তথ্য অনুযায়ী, বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনের তহবিলের পরিমাণ ৪৩ দশমিক ৩ বিলিয়ন ডলার। গত বছর ফাউন্ডেশন জানায়, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় চিকিৎসা, শনাক্তকরণ এবং ভ্যাকসিনের জন্য ২০ কোটি ডলার ব্যয় করেছে তারা।

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যুক্তরাষ্ট্রে বেসরকারিভাবে সবচেয়ে বেশি কৃষিজমির মালিক। ২ লাখ ৪২ হাজার একর কৃষিজমির মালিক তিনি। যুক্তরাষ্ট্রের ১৮টি অঙ্গরাজ্যে বিল গেটস ও মেলিন্ডা গেটসের মালিকানায় রয়েছে এসব কৃষিজমি। এর মধ্যে লুইজিয়ানায় ৬৯ হাজার ৭১, আরকানসাসে ৪৭ হাজার ৯২৭ ও নেব্রাস্কায় ২০ হাজার ৫৮৮ একর কৃষিজমি রয়েছে। তাঁদের রয়েছে বেশ কিছু রিয়েল এস্টেট। আছে ওয়াশিংটনে নিজস্ব মূল বাড়ি। সম্পদ আছে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, উইওমিং ও ম্যাসাচুসেটসে। আছে একটি ব্যক্তিগত জেট বিমান। আছে বিস্ময়কর সব আর্টের সংগ্রহ। দ্রুতগামী বেশ কয়েকটি গাড়ির মালিকও বিল গেটস। মাইক্রোসফট থেকে সরে এলেও এটির ১ দশমিক ৩৭ ভাগ শেয়ারের মালিক বিল গেটস।

তাই বলা যাচ্ছে, এই সম্পদের বিভাজন খুবই জটিলই হবে। ‘ফোর্বস’-এর হিসাবে অর্ধেক-অর্ধেক বা ৫০-৫০ হিসাবে যদি সম্পত্তি ভাগ হয়, তবে মেলিন্ডা হবেন ৬৫ দশমিক ২৫ বিলিয়ন ডলার সম্পদের মালিক।

এখন প্রশ্ন হচ্ছে, বিল ও মেলিন্ডা কোন চুক্তিতে সম্মত হয়েছেন। বিচ্ছেদ আইন অনুযায়ী সম্পত্তি একেবারে অর্ধেক-অর্ধেক ভাগ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। ‘ফোর্বস’ বলছে, বিচ্ছেদের আবেদনে কোনো প্রাক-চুক্তির কথা উল্লেখ করা হয়নি। তবে এর অর্থ এই নয় যে তাঁদের মধ্যে কোনো চুক্তি হয়নি। তবে তাঁরা আবেদনে সবকিছু প্রকাশ করতে বাধ্য নন।

সিএনবির বিশ্লেষণে বলা হচ্ছে, বিশ্বের ইতিহাসে সবচেয়ে আলোচিত হতে চলেছে এই বিবাহবিচ্ছেদ। এর আগে ২০১৯ সালে বিচ্ছেদ নেন আরেক ধনকুবের জেফ বেজোস। ওই বিচ্ছেদের আপস হয়েছিল প্রায় ৩৫ বিলিয়ন ডলারে। সিএনবিসি মনে করছে, এই বিচ্ছেদ এতটা সোজাসাপটা হবে না। এটিই হয়তো হবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ। কারণ সম্পত্তি ছাড়াও গেটসকে তাঁদের ১৬ কোটি ৬০ লাখ ডলারের রিয়েল এস্টেট পোর্টফোলিও, ১৩ কোটি ডলারের আর্ট কালেকশন এবং বহু বিলিয়ন ডলারের স্টক হোল্ডিংয়ের ভাগ্য নির্ধারণ করতে হবে।