মেহজাবীনের শাড়িটি বানিয়েছেন ১০ জন কারিগর মিলে

দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছে আজ। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে জমজমাট লালগালিচা। এই আয়োজনে কোন তারকা কী পরে এলেন? এখানে দেখুন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাজপোশাক।

১ / ৬
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর আসরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এলেন মেজেন্টা রঙের শাড়ি পরে।
ছবি: অগ্নিলা আহমেদ
২ / ৬
দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজনটির জন্য বিশেষভাবে বানানো হয়েছে শাড়িটি।
ছবি: অগ্নিলা আহমেদ
৩ / ৬
ডিজাইনার সাফিয়া সাথীর নকশায় ১৫ দিনে শাড়িটি বানিয়েছেন ১০ জন কারিগর।
ছবি: অগ্নিলা আহমেদ
৪ / ৬
দেশীয় মোটিফ প্রাধান্য পেয়েছে মেহজাবীনের শাড়ির আঁচলে।
ছবি: অগ্নিলা আহমেদ
৫ / ৬
বক, শাপলাফুল, পাতার নকশার ওপরে করা হয়েছে জারদৌসির কাজ।
ছবি: অগ্নিলা আহমেদ
৬ / ৬
ব্লাউজটি হলটার নেক ডিজাইনের। খোপার পেছনে লাগানো গয়নাটি নজরকাড়া।
ছবি: অগ্নিলা আহমেদ। লেখা: রয়া মুনতাসীর
আরও পড়ুন