৬ লাখ কোটি টাকার বাজেট ৩ জুন

জাতীয় বাজেট
প্রথম আলো

আগামী ৩ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে আসন্ন ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবার অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের প্রতিপাদ্য হওয়ার কথা রয়েছে ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’। শেষ মুহূর্তে অবশ্য প্রতিপাদ্যে কিছুটা বদলও হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

জাতীয় সংসদ সচিবালয় আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে আগামী ২ জুন বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন আহ্বান করেছেন। এর পরদিন ৩ জুন সংসদে বাজেট উপস্থাপন করা হবে।

নতুন বাজেট ঘোষণার দিন চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটও সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এর আগে একই দিনে জাতীয় সংসদ ভবনে বসবে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। প্রতিবছরই বাজেট পেশ করার আগে মন্ত্রিসভার বিশেষ এই বৈঠক হয়ে থাকে।

প্রচলিত রেওয়াজ ভেঙে বিকেলের পরিবর্তে সকালে বাজেট অধিবেশন করার কোনো সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সে রকম কিছু হচ্ছে না। কারণ, মন্ত্রিসভার বিশেষ বৈঠকটি সকাল ১০টায় শুরু করতে হয়, যা চলে বেলা ১টা পর্যন্ত।

আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটটি হবে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের তৃতীয় বাজেট এবং আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ত্রয়োদশতম বাজেট।

এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেট অধিবেশন শুরুর আগে সব মন্ত্রী, সাংসদ ও সংসদের কর্মকর্তা-কর্মচারীদের সবার করোনা পরীক্ষা করানো হবে। এমন নির্দেশনাও আসতে পারে যে বেশি বয়স্কদের চেয়ে কম বয়সী সাংসদেরা যেন বাজেট অধিবেশনে যোগ দেন। সংসদ অধিবেশন চলাকালে এবার দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘যদি বাজেটে মানুষের জীবন ও জীবিকার বিষয়কে প্রাধান্য দেওয়া হয়, তাহলে তা প্রশংসাযোগ্য। তবে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাধান্য দেওয়াই বেশি সংগত হবে। করোনায় অনেক মানুষ গরিব হয়ে পড়েছেন। অনেকে কাজ হারিয়েছেন। সৃষ্টি হচ্ছে নতুন নতুন বেকার। এই সমস্যার সমাধান যেন থাকে বাজেটে।’