উপখাদ্য পরিদর্শক পদের মৌখিকের সূচি প্রকাশ

মডেল: নাহিদা আহমেদ
ছবি: সাবিনা ইয়াসমিন

খাদ্য অধিদপ্তরের অধীন নন-গেজেটেড তৃতীয় শ্রেণির উপখাদ্য পরিদর্শক পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।

খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপখাদ্য পরিদর্শক পদের মৌখিক পরীক্ষা ১৮ সেপ্টেম্বর থেকে শুরু, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। সকাল ৯টা থেকে খাদ্য অধিদপ্তরে (খাদ্য ভবন, ১৬ আবদুল গণি রোড, ঢাকা-১০০০) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উপখাদ্য পরিদর্শকের শূন্য পদে সরাসরি কোটায় নিয়োগের লক্ষ্যে ২০২১ সালের ১৯ নভেম্বর এমসিকিউ/ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল চলতি বছরের ১২ জানুয়ারি প্রকাশ করা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এবার মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

নির্ধারিত তারিখ ও সময়ে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও নির্ধারিত কোটার সপক্ষে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনির ক্ষেত্রে ওয়ারিশান সনদ ও পিতা–মাতার জাতীয় পরিচয়পত্রের কপি এবং প্রার্থীর জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, প্রবেশপত্র ইত্যাদির মূলকপি এবং উল্লিখিত কাগজপত্রের এক সেট সত্যায়িত কপিসহ খাদ্য অধিদপ্তরে উপস্থিত থাকতে হবে। মৌখিক পরীক্ষার সময় বর্ণিত সনদ দাখিল করতে না পারলে পরবর্তী সময় তা বিবেচনা করা হবে না।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি এই লিংকে জানা যাবে।