‘শেয়ার আর স্টকের মধ্যে পার্থক্য কী’

মো. ফয়সাল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২ মে শুরু হবে। সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাঁরা বর্তমানে বাংলাদেশ ব্যাংকে চাকরি করছেন, পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে তাঁদের মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। এ পর্বে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন গত বছর বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ পাওয়া মো. ফয়সাল

নিয়োগ পরীক্ষায় মেধাতালিকায় ৩৬তম হয়েছিলেন মো. ফয়সাল। তিনি প্রথম আলোকে বলেন, ৮ থেকে ১০ মিনিটের মতো তাঁর ভাইভা নেওয়া হয়। মৌখিক পরীক্ষার বোর্ডে পাঁচজন সদস্য ছিলেন। ডেপুটি গভর্নর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের একজন অধ্যাপক, বাংলাদেশ ব্যাংকের দুজন নির্বাহী পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব।

মো. ফয়সাল বলেন, মৌখিক পরীক্ষায় ১৪-১৫টি প্রশ্ন করা হয়েছিল। এর মধ্যে শুধু একটি প্রশ্নের উত্তর দিতে পারিনি। পুরো সময় ভাইভা বোর্ডকে ইতিবাচক মনে হয়েছিল। তাই একটি প্রশ্নের উত্তর না দিতে পারায় মন খারাপ হয়নি।

মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা

মো. ফয়সাল, সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক

(সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলাম, স্যার বসতে বললেন। ডেপুটি গভর্নর সার্টিফিকেট দেখে নিজেই আমার নাম ও অনার্সে পঠিত বিষয় বলে অধ্যাপক স্যারকে ফ্লোর দিলেন।)
মৌখিক পরীক্ষার বোর্ড: আপনার বিষয় ফিন্যান্স। আচ্ছা বলেন তো, ক্যাপিটাল বাজেটিং টুলস কী কী?
প্রার্থী: স্যার, এনপিভি, আইআরআর, এমআইআরআর, পে ব্যাক পিরিয়ড।

আরও পড়ুন

মৌখিক পরীক্ষার বোর্ড: আইআরআর কী?
প্রার্থী: IRR is the discount rate at which NPV of a project is zero.

মৌখিক পরীক্ষার বোর্ড: কোনটি অধিক উপযোগী—NPV নাকি IRR, এক লাইনে বলবেন।
প্রার্থী: স্যার, NPV কারণ এটি ক্যাশ ফ্লো, টাইম ভ্যালু অব মানি ও রিস্ক বিবেচনা করে।
মৌখিক পরীক্ষার বোর্ড: MIRR কখন ব্যবহার করা হয়?
প্রার্থী: To eliminate the issue of multiple IRR, MIRR is used.

মৌখিক পরীক্ষার বোর্ড: SML and CML কী? মূল পার্থক্য কী?
প্রার্থী: Security Market Line and Capital Market Line. মূল পার্থক্য হলো SML-এ কেবল non-diversifiable risk বিবেচনা করা হয়। অন্যদিকে CML-এ total risk বিবেচনা করা হয়।

মৌখিক পরীক্ষার বোর্ড: Imagine a situation in which an investor of a company wants to sell his shares, what will be more profitable for him—undervalued or overvalued share.
প্রার্থী: Overvalued। (উত্তর দিতে একটু বেশি সময় নিয়েছিলাম, তাই বোর্ড একটু আপসেট হয়েছিল।)

আরও পড়ুন

মৌখিক পরীক্ষার বোর্ড: what are the roles of the central bank?
প্রার্থী: sir, there are multiple roles.....। (থামিয়ে দেয়।)
মৌখিক পরীক্ষার বোর্ড: Tell me just the most important role.
প্রার্থী: To formulate monetary policy.
মৌখিক পরীক্ষার বোর্ড: only formulation?
প্রার্থী: sir, formulation and implementation of monetary policy.

মৌখিক পরীক্ষার বোর্ড: বাংলাদেশের বাজেট কত?
প্রার্থী: ৬,০৩,৬৮১ কোটি টাকা।

মৌখিক পরীক্ষার বোর্ড: তার আগের বছরের বাজেট কত?
প্রার্থী: ৫,৬৮,০০০ কোটি টাকা।

মৌখিক পরীক্ষার বোর্ড: কোথাও চাকরি করেন?
প্রার্থী: জি স্যার, আমি একটি প্রকল্পে আর্থিক বিষয় দেখাশোনা করি।

মৌখিক পরীক্ষার বোর্ড: বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে?
প্রার্থী: এ এন এম হামিদুল্লাহ।

আরও পড়ুন

মৌখিক পরীক্ষার বোর্ড: বর্তমান গভর্নর কততম?
প্রার্থী: ১১তম গভর্নর ফজলে কবির স্যার।

মৌখিক পরীক্ষার বোর্ড: আচ্ছা বলেন, শেয়ার আর স্টকের পার্থক্য কী?
প্রার্থী: (এ প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারিনি। পরে অধ্যাপক স্যার সুন্দর করে গুছিয়ে বলে দিয়েছিলেন।)
মৌখিক পরীক্ষার বোর্ড: এবার আসতে পারেন।
প্রার্থী: (সালাম দিয়ে বিদায় নিলাম।)