৪৬তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ

৪৬তম বিসিএস পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ হতে পারে।ছবি: প্রথম আলো

৪৬তম বিসিএস পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হতে পারে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি নির্ভরযোগ্য সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।

পিএসসি সূত্র জানায়, ফলাফল প্রকাশের জন্য কমিশনের সংশ্লিষ্ট শাখা জোরেশোরে কাজ করছে। যাচাই-বাছাইসহ আনুষঙ্গিক কাজ শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ রাতেই ফল প্রকাশের ‘সর্বোচ্চ চেষ্টা’ করবে পিএসসি। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ৩ লাখের বেশি চাকরিপ্রত্যাশী অংশ নিয়েছিলেন।

৪৬তম বিসিএসে ৩ হাজার ১৪০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে সহকারী সার্জন পদে ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি পদ শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডারে ৯২০ জন নিয়োগ পাবেন।

আরও পড়ুন

এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, পরিবার পরিকল্পনায় ৪৯, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জনকে নেওয়া হবে।

এদিকে গতকাল ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ১ হাজার ৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগে সুপারিশ করেছে পিএসসি। একইদিন রাতে ৫০তম বিসিএসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিসিএসে স্বাস্থ্য ৬৫০, প্রশাসনে ২০০ জনসহ ক্যাডার ও নন–ক্যাডারে মিলে ২ হাজার ১৫০ জন নিয়োগ পাবেন।

আরও পড়ুন
আরও পড়ুন