প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী কোটার দাবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী কোটার দাবি জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রতিবন্ধী চাকরিপ্রার্থীরা। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে বিভাগভিত্তিক যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোনো কোটা রাখা হয়নি।
নানা প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেও বিশেষ কোটা সুবিধা না পেয়ে ক্রমাগতভাবে প্রতিবন্ধী মানুষেরা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি বঞ্চিত হতে থাকলে আগামী প্রজন্ম হতাশাগ্রস্ত হয়ে শিক্ষা বিমুখ হবে। এতে দেশে প্রতিবন্ধী ভিক্ষুকের সংখ্যা বৃদ্ধি পাবে।
চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী ব্যক্তি মো. আলিফ হোসেন বলেন, ‘সংবিধানে আমাদের বিশেষ সুবিধার কথা বলা আছে, কিন্তু বাস্তবে তার কোনো প্রয়োগ নেই। সরকার আমাদের লোক দেখানো সুবর্ণ নাগরিক হিসেবে তুলে ধরে কিন্তু বাস্তবে তার ছিটেফোঁটা সুযোগ-সুবিধা আমাদের নেই।
বাস্তবতা হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষকের মতো তৃতীয় শ্রেণির চাকরিতে আমাদের কোনো কোটা রাখেনি। অথচ নারী কোটা, বিজ্ঞান কোটা, পোষ্য কোটা সবই আছে। শুধু আমাদের প্রতিবন্ধী কোটা নেই। সরকার বলেছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিগুলোয় প্রতিবন্ধী কোটা আছে, তবে এখানে কেন গ্রেড এর দোহাই দিয়ে আমাদের বঞ্চিত করা হচ্ছে?’
আরেক চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী ব্যক্তি মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘সংবিধানে অনগ্রসর জনগোষ্ঠী বলতে কাদের বোঝানো হয়েছে? প্রতিবন্ধী মানুষেরা অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে পড়ে কি না? প্রতিবন্ধী মানুষেরা অবশ্যই অনগ্রসর গোষ্ঠী। তাই আমাদের জন্য চাকরিতে কোটা রাখা হোক।’
প্রাথমিকের চলমান বিভাগীয় নিয়োগ বিজ্ঞপ্তিগুলোয় দ্রুত প্রতিবন্ধী কোটা সংযুক্ত করে পুনরায় প্রকাশ করার দাবি জানান বক্তারা।