বাংলাদেশ চা বোর্ডের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রাম ও এর নিয়ন্ত্রণাধীন বিটিআরআই ও পিডিইউয়ের সরাসরি নিয়োগযোগ্য ১১-২০তম গ্রেডের চারটি পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, স্টোরকিপার, গাড়িচালক ও প্লাম্বার।

অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৪৪ জন।

আরও পড়ুন

গাড়িচালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৮ জন। এ পদে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২০ এপ্রিল সকাল ৯টায় বিআরটিএ, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সময়ে মূল প্রবেশপত্র, এনআইডি কার্ডের মূলকপি এবং ড্রাইভিং লাইসেন্স সঙ্গে আনতে হবে।

প্লাম্বার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পাঁচজনের ব্যবহারিক পরীক্ষা ২০ এপ্রিল বেলা ২টা থেকে বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয়, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সময়ে মূল প্রবেশপত্র এবং এনআইডি কার্ডের মূল কপি সঙ্গে আনতে হবে।

আরও পড়ুন

স্টোরকিপার পদে উত্তীর্ণ দুজনের মৌখিক পরীক্ষা ২২ এপ্রিল সকাল ১০টায় বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয়, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময়ে সব সনদের মূল কপি এবং সত্যায়িত কপি সঙ্গে আনতে হবে।

লিখিত পরীক্ষার ফল এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেখা যাবে এই লিংকে

আরও পড়ুন