সহকারি জজ নিয়োগ পরীক্ষার যে নির্দেশনা দিল বিজেএস

মডেল: রূপা, শিশির ও নীলাছবি: খালেদ সরকার

সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি আগামী ৪ মে ঢাকায় অনুষ্ঠিত হবে। এতে ১০০ জন সহকারি জজ নিয়োগ দেওয়া হবে। এই পদের প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএস) পরীক্ষাসংক্রান্ত নির্দেশনাও দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা ঢাকার তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে।

কেন্দ্র তিনটি হলো সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ ও উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, রমনা, ঢাকা। পরীক্ষার্থীদের কক্ষ নম্বর ও আসন বিন্যাসসংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের নোটিশ বোর্ড ও কমিশনের ওয়েবসাইটে আগামী ২ মে প্রদর্শন করা হবে।

পরীক্ষার্থীদের সকাল সোয়া ১০টার মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। ১০টা ৫৫ মিনিটে প্রশ্নপত্রসহ এমসিকিউ উত্তরপত্র সরবরাহ করা হবে। পরীক্ষার্থীরা নিয়মাবলি অনুযায়ী উত্তরপত্রের সংশ্লিষ্ট অংশ পূরণ করবেন। নিয়মাবলিসংশ্লিষ্ট পিডিএফ ফাইল ও ভিডিও ক্লিপ কমিশনের ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাবে। সকাল ১০টা ৫৫ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও পড়ুন

বেলা ১১টা ১০ মিনিটে প্রত্যেক পরীক্ষার্থী হাজিরা তালিকায় স্বাক্ষর করবেন। তাঁরা নিজ নিজ টেবিলের ওপর প্রবেশপত্র খুলে রাখবেন। এ সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে। ১১টা ৫০ মিনিটে পরীক্ষা শেষের সতর্কীকরণ ঘণ্টা বাজবে। দুপুর ১২টায় সমাপনী ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে পরীক্ষা শেষ হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ আসনে অবস্থান করবেন। পরিদর্শকেরা উত্তরপত্র গণনা করে বুঝে নেওয়ার পর পরীক্ষার্থীরা নিজ নিজ আসন ও কক্ষ ত্যাগ করবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রাথমিক পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। কালো কালির বলপেন দ্বারা ওএমআর শিটের বৃত্ত ভরাট করতে হবে।

প্রশ্নপত্রে ক্রমানুসারে এক থেকে ১০০টি প্রশ্ন না থাকলে কিংবা ওএমআরের ওপর ১০ অংকের সেট কোডের সঙ্গে প্রশ্নপত্রে উল্লিখিত সেট কোড না মিললে তৎক্ষণাৎ উত্তর দেওয়ার আগেই প্রশ্নপত্রটি পরিবর্তন করে নিতে হবে।

আরও পড়ুন

বৃত্তগুলো এমনভাবে ভরাট করতে হবে, যেন ভেতরের লেখাটি দেখা না যায়। উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে কালো কালির বলপেন দ্বারা প্রবেশপত্র অনুযায়ী পরীক্ষার্থীর নাম ও রোল নম্বর লিখতে, স্বাক্ষর প্রদান ও নির্দিষ্ট বৃত্তগুলো ভরাট করতে হবে। অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

উত্তর প্রদান শুরু করার আগে পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের সঙ্গে সংযুক্ত উত্তরপত্র (ওএমআর শিট) নিজ দায়িত্বে সাবধানতার সঙ্গে আলাদা করে নিতে হবে। এ ক্ষেত্রে সচেতন থাকতে হবে যেন উত্তরপত্র কোনোভাবেই ছিঁড়ে না যায় কিংবা ভাঁজ বা বিকৃত না হয়। অনুরূপ করা হলে উত্তরপত্র বাতিল হবে।

প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে।

আরও পড়ুন

পরীক্ষাকেন্দ্রে ব্যাগ, মানি ব্যাগ/ওয়ালেট, বই, ক্যালকুলেটর, ইলেকট্রনিক/হাতঘড়ি, মোবাইল ফোন এবং তথ্য আদান-প্রদানে ব্যবহারযোগ্য অন্য কোনো ধরনের ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এই দফার নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণে বারিত করা হবে।

পরীক্ষার্থীগণকে প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশাবলি মনযোগ সহকারে পড়া ও যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। প্রবেশপত্রের ছবির সঙ্গে হাজিরা তালিকার ছবির মিল না থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।