সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি ৪ মে

মডেল: ইয়াসফি ও হাদীছবি: খালেদ সরকার

সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি ৪ মে ঢাকার অনুষ্ঠিত হবে। এতে ১০০ জন সরকারি জজ নিয়োগ দেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তিটি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা ঢাকার তিনটি কেন্দ্রের অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে পরীক্ষা। ৪ মে শনিবার সকাল সোয়া ১০ মিনিটে পরীক্ষার্থীদের কেন্দ্র প্রবেশ করতে হবে।

পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন নিয়মাবলী ও দরকারি তথ্য ওয়েবসাইটে বর্ণিত নিয়মাবলী পিডিএফ ফাইল ও ভিডিও ক্লিপ কমিশনার ওয়েবসাইট থেকে দেখে নেওয়ার জন্য সকল পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থী হাজিরা খাতায় স্বাক্ষর করবেন তারা নিজ নিজ টেবিলের উপর প্রবেশপত্র খুলে রাখবেন এ সময় প্রবেশপত্র ছবির সঙ্গে পরীক্ষার্থীদের হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে। সমাপনী ঘণ্টা বাজার সাথে সাথে পরীক্ষা শেষ হবে পরীক্ষার্থীরা নিজ নিজ আসনে অবস্থান করবেন পরিদর্শকেরা উত্তরপত্র বর্ণনা করে বুঝে নেওয়ার পর পরীক্ষার্থী কর্মী আসন কক্ষ ত্যাগ করবেন।

প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। পরীক্ষা কেন্দ্রের ব্যাংক মানিব্যাগ ওয়ালেট বই ক্যালকুলেটর ইলেকট্রনিক হাতঘড়িও মোবাইল ফোন তথ্য আদান প্রদানের ব্যবহারযোগ্য অন্য যেকোনো ধরনের ডিভাইস সম্পন্ন নিষিদ্ধ।