ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে অনুপস্থিত প্রার্থীদের পরীক্ষা সোমবার

প্রতীকী ছবি: প্রথম আলো

গণযোগাযোগ অধিদপ্তরের ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী পদে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে কণ্ঠ যাচাইয়ের লক্ষ্যে গত মঙ্গলবার প্রার্থীদের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেসব প্রার্থী পরীক্ষায় উপস্থিত হতে পারেননি, তাঁদের পরীক্ষা আবার নেওয়া হবে।

গণযোগাযোগ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনুপস্থিত ৪১ প্রার্থীর প্রাথমিক বাছাই পরীক্ষা ৩১ অক্টোবর বেলা তিনটায় অনুষ্ঠিত হবে।

রাজধানীর রমনায় তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের ৯১৩ নম্বর কক্ষে এ পরীক্ষা নেওয়া হবে। প্রার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

অনুপস্থিত প্রার্থীদের রোল নম্বর: ১২০০০২০৩, ১২০০০২০৫, ১২০০০২০৮, ১২০০০২১০, ১২০০০২১৩, ১২০০০২১৮, ১২০০০২২০, ১২০০০২২৩, ১২০০০২২৪, ১২০০০২২৬, ১২০০০২২৯, ১২০০০২৩০, ১২০০০২৩১, ১২০০০২৩৩, ১২০০০২৩৪, ১২০০০২৩৫, ১২০০০২৩৬, ১২০০০২৪১, ১২০০০২৪২, ১২০০০২৪৪, ১২০০০২৪৭, ১২০০০২৫৪, ১২০০০২৫৫, ১২০০০২৫৭, ১২০০০২৬০, ১২০০০২৬১, ১২০০০২৬২, ১২০০০২৬৩, ১২০০০২৬৪, ১২০০০২৬৮, ১২০০০২৭০, ১২০০০২৭১, ১২০০০২৭২, ১২০০০২৭৪, ১২০০০২৭৬, ১২০০০২৮১, ১২০০০২৮২, ১২০০০২৮৮, ১২০০০২৮৯, ১২০০০২৯৮ এবং ১২০০০২৯৯।

আরও পড়ুন