সমন্বিত ব্যাংকের ৩৩৫৮ পদের নিয়োগে বয়সসীমা পুনর্নির্ধারণ

বাংলাদেশ ব্যাংকছবি: সংগৃহীত

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার, সাধারণ অফিসার ও ক্যাশ অফিসারের ৩ হাজার ৩৫৮ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তিতে বয়সসীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি প্রকাশিত সমন্বিত ব্যাংক সার্কুলারে সিনিয়র অফিসার ও অফিসার জেনারেল এবং অফিসার (ক্যাশ) (সমন্বিত ২০২২ সালভিত্তিক) পদের সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছিল ২০২৪ সালের ১৯ ও ২০ জানুয়ারি। সেটি পুনর্নির্ধারণ করে ২০২৩ সালের ১ মার্চ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বয়সসীমা অনুসারে ২০২৩ সালের ১ মার্চ তারিখে যেসব প্রার্থীর (মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী ব্যতীত) বয়স সর্বোচ্চ ৩০ বছর এবং যেসব মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হবে, তাঁরা এই তিন পদে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য তারিখ, সময়সীমা ও শর্ত অপরিবর্তিত থাকবে।

যেসব প্রার্থী এই তিন পদে ইতোমধ্যে আবেদন করেছেন তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই।

আরও পড়ুন

৩ হাজার ৩৫৮ পদের মধ্যে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে ১ হাজার ৫৯৭ জন নেওয়া হবে। এ ছাড়া সমন্বিত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে ৯৭৪ জন ও সমন্বিত পাঁচটি ব্যাংকে অফিসার (ক্যাশ) বা অফিসার (টেলর) পদে ৭৮৭ জন নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন

সমন্বিত ব্যাংকের ৩,৩৫৮ পদের নিয়োগে বয়সসীমা পুনর্নির্ধারণের দাবিতে গত রোববার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছিলেন চাকরিপ্রার্থীরা। এ নিয়ে প্রথম আলোতে ‘সমন্বিত ব্যাংকের ৩,৩৫৮ পদের নিয়োগে বয়স পুনর্বিবেচনার দাবি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

আরও পড়ুন