২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বিসিএসে ‘পরীক্ষা মানে পরীক্ষা, দেখাদেখি নয়’ স্লোগানে লিখিত পরীক্ষা শুরু

প্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা আজ রোববার সকালে শুরু হয়েছে। এ পরীক্ষায় পরীক্ষার্থীরা যাতে দেখাদেখি ও কথা-বলাবলি করতে না পারেন, সে জন্য কড়া অবস্থান নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ জন্য আসনবিন্যাসের পরিবর্তনসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।

জানতে চাইলে পিএসসির একাধিক সূত্র জানায়, আজ সকাল সাড়ে নয়টায় লটারির মাধ্যমে চারটি সেট থেকে পরীক্ষার সেট নির্বাচন করা হয়। এ সময় সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন। ঢাকার বাইরে ৭টি, ঢাকায় ৮টিসহ মোট ১৫টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। এবার পরীক্ষা শুরুর সময় প্রতিটি কক্ষেই পরীক্ষকেরা পরীক্ষার শুরুতেই পরীক্ষার্থীদের জন্য নানা নির্দেশনা ও সতর্কতা জারি করেন।

পিএসসির একজন সদস্য জানান, ‘পরীক্ষা মানে পরীক্ষা, দেখাদেখি বা কথা-বলাবলি নয়’ স্লোগানে পরীক্ষা শুরু হয়। এর বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও পরীক্ষার্থীদের বলা হয়। এগুলোর প্রভাবও পড়তে শুরু করেছে বলে জানান ওই সদস্য।

আরও পড়ুন

তিনি বলেন, নির্দেশনা শুরুর পর বেশ সতর্ক অবস্থায় দেখা গেছে পরীক্ষার্থীদের।
বিসিএস পরীক্ষায় কড়াকড়ি আরোপ করে সম্প্রতি পিএসসি কিছু নির্দেশনা ও পদক্ষেপ গ্রহণ করে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পরীক্ষার সময় দেখাদেখি বা কথা বললে খাতা নিয়ে নেওয়া, পরবর্তী পরীক্ষায় অংশ নিতে না দেওয়া ও অপরাধ গুরুতর হলে প্রার্থিতা বাতিল করা এবং ভবিষ্যতে পিএসসির পরীক্ষায় অবাঞ্ছিত ঘোষণা করা। এ ছাড়া প্রশ্ন ফাঁস হলে তা প্রমাণিত হলে আবার পরীক্ষার সিদ্ধান্ত নেয় পিএসসি।