বেবিচকের চার পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চারটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো এএনএস ইন্সপেক্টর (এটিএম), ইন্সপেক্টর (অ্যারোড্রাম)/ইন্সপেক্টর (অ্যারোড্রাম/এজিএ), সিনিয়র অফিসার/প্রকিউরমেন্ট অফিসার/ইন্সপেক্টর (অপস)/নিরাপত্তা কর্মকর্তা ও তথ্য সহকারী (নারী)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চার পদের লিখিত পরীক্ষা আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হবে। রাজধানীর শাহীনবাগে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১৫৩ জন।
লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র, অনলাইন আবেদনের ডাউনলোড কপি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মূল নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ সঙ্গে আনতে হবে। এ ছাড়া নবম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মচারী কর্তৃক সব সনদ/কাগজপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে।
লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে।