নির্বাচন কমিশনে ৫ ক্যাটাগরির পদে নিয়োগ পেলেন যাঁরা
বাংলাদেশ নির্বাচন কমিশনে ৫ ক্যাটাগরির পদে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশ মোতাবেক অপেক্ষমাণ তালিকা থেকে ১৪–২০তম গ্রেডে ৫ ক্যাটাগরির পদে ৭২ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত ৭২ জনের মধ্যে ১৪তম গ্রেডে হিসাব সহকারী পদে ৪ জন, ১৪তম গ্রেডে স্টোরকিপার পদে ৩, ১৬তম গ্রেডে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৬, ২০তম গ্রেডে অফিস সহায়ক পদে ৫৫ ও ২০তম গ্রেডে নিরাপত্তা প্রহরী পদে ৪ জনকে নির্বাচিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র শিগগির নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং নিয়োগপত্র তাঁদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো হবে।
নির্বাচিত প্রার্থীদের ১৭ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকায় যোগদান করতে হবে। যোগদানের সময় শারীরিক ও মানসিক সুস্থতার সপক্ষে ঢাকার বা নিজ নিজ জেলার সিভিল সার্জনের কাছ থেকে স্বাস্থ্য পরীক্ষা করে ডোপ টেস্ট রিপোর্ট ও শারীরিক সুস্থতার সনদসহ এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে। এ জন্য নিয়োগপত্র নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হলো।
নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর এখানে দেখা যাবে।