চাকরির পরীক্ষায় যোগ্য প্রার্থী পায়নি বেবিচক

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তিনটি পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে একটি পদে কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৭ জুন গ্যাস টেকনিশিয়ান, অগ্নিনির্বাপক মোটরচালক ও বোর্ডিং ব্রিজ অপারেটর পদে লিখিত পরীক্ষা কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। তিনটি পদের মধ্যে গ্যাস টেকনিশিয়ানের লিখিত পরীক্ষায় কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি।

আরও পড়ুন

অগ্নিনির্বাপক মোটরচালক পদে উত্তীর্ণ হয়েছেন দুজন এবং বোর্ডিং ব্রিজ অপারেটর পদে উত্তীর্ণ হয়েছেন ৬ জন। বোর্ডিং ব্রিজ অপারেটর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ২৩ জুন অনুষ্ঠিত হবে। অগ্নিনির্বাপক মোটরচালক পদে উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময় জানানো হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র, অনলাইন আবেদনের ডাউনলোড কপি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মূল নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন, মুক্তিযোদ্ধা সনদের মূল কপি, এতিম ও প্রতিবন্ধীর মূল সনদ, আনসার ও ভিডিপির মূল সনদ এবং উপজাতি কোটা–সংক্রান্ত মূল সনদ সঙ্গে আনতে হবে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন