৪৩তম বিসিএস লিখিত: প্রশ্নের ভুল সনাক্তে কমিটি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
ফাইল ছবি

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় কোন ভুল আছে কি না তা যাচাই করতে একটি বিশেষ তদন্ত কমিটি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত বুধবার গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা পরীক্ষা অনুষ্ঠিত হয়।  পরীক্ষা হওয়ার পর চাকরিপ্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নের ভুল নিয়ে প্রশ্ন তোলার পরিপ্রেক্ষিতে পিএএসি কমিটি করার সিদ্ধান্ত নেয়।

পিএসসি সূত্র প্রথম আলোকে জানায়, যুক্তি ও মানসিক দক্ষতা পরীক্ষার প্রশ্নের মান নিয়ে চাকরি প্রার্থীরা সামাজিক মাধ্যমে সরব হয়, যা পিএসসির চোখে পড়েছে। এই ঘটনার পর পিএসসির চারজন সদস্য ও পরীক্ষা নিয়ন্ত্রককে নিয়ে পাঁচ সদস্যের কমিটি তৈরি করেছে। এখন সেই কমিটি প্রশ্নের মান যাচাই করবেন। কোন ভুল পেলে তা চিহ্নিত করবেন।

জানতে চাইলে কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, চাকরিপ্রার্থীরা প্রশ্নের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে ভুল আছে বলেও জানিয়েছেন। আমরা তাঁদের অভিযোগ খতিয়ে দেখছি। এখন যদি প্রশ্নের ভুল পাওয়া যায় তাহলে সেটি কীভাবে হলো তা চিহ্নিত করা হবে। এ ছাড়া এই ভুলের কারণে যেন চাকরিপ্রার্থীদের নম্বর কাটা না যায় সেটিও নিশ্চিত করা হবে। ভুল পেলে তার সুবিধা যাতে পরীক্ষার্থীরা পায় সেটি নিশ্চিত করা হবে বলেও জানান এই সদস্য।

আরও পড়ুন

তদন্ত কমিটির এই সদস্যের মতে পিএসসি প্রশ্ন তৈরি করে না। এমনকি কি প্রশ্ন করা হয়েছে তাও পিএসসি পরীক্ষার আগে জানতে পারে না। পরীক্ষার আলাদা কমিটি আছে। তাঁরাই সব দেখেন। পিএসসি কেবল সেই সেটের প্রশ্ন পরীক্ষায় সরবরাহ করে। তবে এখন থেকে যেন আগামীর সব পরীক্ষায় নির্ভুল প্রশ্ন হয় সেটি নিশ্চিত করতে পিএসসি কাজ করছে।