মোংলা বন্দর কর্তৃপক্ষের একটি পদের ফল প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

মোংলা বন্দর কর্তৃপক্ষের জুনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট পদে মৌখিক পরীক্ষার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই পদে প্রাথমিকভাবে ১১৫ জন নির্বাচিত হয়েছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট পদে বাছাই পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকভাবে ১১৫ জন নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

জুনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট পদে গত ১১ আগস্ট বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এবং মৌখিক পরীক্ষা ৮ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এখানে