জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের চাকরির পরীক্ষায় পাস করেননি কেউ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)
ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের একটি পদের লিখিত পরীক্ষায় কোনো প্রার্থী পাস করেননি। সরকারি কর্ম কমিশন (পিএসসি) চাকরির এ পরীক্ষা নিয়েছিল। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী (টেলিভিশন) পদে কোনো প্রার্থী পাস করতে পারেনি।

গণমাধ্যম ইনস্টিটিউটের চাকরি পরীক্ষায় কেউ পাস করেনি.pdf
আরও পড়ুন

গত ২১ জুন উপসহকারী প্রকৌশলী (টেলিভিশন) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২৫ জন প্রার্থী অংশ নেন। অংশগ্রহণকারী প্রার্থীর মধ্যে কোনো প্রার্থী কৃতকার্য হননি। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেহেতু কোনো প্রার্থী কৃতকার্য হননি, তাই কমিশনের বিদ্যমান সিদ্ধান্ত অনুযায়ী এ পদে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আরও পড়ুন

গত ২১ জন উপসহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হয়। এ পদে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ছিল ২৮৭ । সেখান থেকে ১২৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।

প্রার্থীদের বাংলা ৪০, ইংরেজি ৪০, সাধারণ জ্ঞান ৪০, প্রাসঙ্গিক টেকনিক্যাল ৮০ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন