বিটিভির উপসহকারী প্রকৌশলী পদের বাছাই পরীক্ষার ফল প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দশম গ্রেডের ‘উপসহকারী প্রকৌশলী’ পদের বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিভিশনের দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদের বাছাই পরীক্ষা গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় মোট ৭৭ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো ত্রুটির কারণে প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

পরবর্তী সময় কোনো প্রার্থীর সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত কোনো শর্তের উল্লেখযোগ্য ঘাটতি পাওয়া গেলে লিখিত পরীক্ষার আগে বা পরে বা যেকোনো পর্যায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন

বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি পরবর্তী সময় কর্ম কমিশনের ওয়েবসাইটসহ জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।

বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এই লিংকে দেখা যাবে।