রেলওয়ের দশম গ্রেডের ৫১৬ পদের লিখিত পরীক্ষার সূচি ও নির্দেশনা প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদের লিখিত (এমসিকিউ) পরীক্ষার সূচি, আসনবিন্যাস ও নির্দেশনা প্রকাশ হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেলওয়ের দশম গ্রেডের ১১ ক্যাটাগরির ৫১৬টি উপসহকারী প্রকৌশলী পদের প্রার্থীদের ২০০ নম্বরের লিখিত (এমসিকিউ) পরীক্ষা আগামী ৫ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা শহরের ৬৮টি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই পদে নিয়োগের জন্য ২০১৯ ও ২০২৩ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মোট ১১ ক্যাটাগরির উপসহকারী প্রকৌশলী পদে ৫১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্রসহ পরীক্ষার্থীদের ‘উপসহকারী প্রকৌশলী’ পদের এসমিকিউ ধরনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের ঠিকানায় নতুন করে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। কোনো পরীক্ষার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হলে কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

আরও পড়ুন

কোনো প্রার্থী ‘উপসহকারী প্রকৌশলী’ পদের একাধিক বিষয়ে আবেদন করে থাকলে তিনি যেকোনো একটি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করলে অন্য বিষয়ের পরীক্ষায়ও উপস্থিতি হিসেবে গণ্য হবে। তবে প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক, সে কেন্দ্রের জন্য নির্ধারিত বিষয়ের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। অন্যথায় তাঁর পরীক্ষা গ্রহণ করা হবে না।

প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাঁদের শ্রুতিলেখক প্রয়োজন, তাঁদের ১২ জুনের মধ্যে (অফিস চলাকালীন শ্রুতিলেখকের জন্য কমিশনের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের পরিচালক, ইউনিট-১২ বরাবর (দুই কপি রঙিন ছবিসহ) লিখিত আবেদন করতে হবে। আবেদনপত্র বিবেচনা করে পিএসসি থেকে শ্রুতিলেখক দেওয়া হবে।

পরীক্ষার্থীদের ২০০ নম্বরের এসমিকিউ ধরনের লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য পরীক্ষার্থী ১ নম্বর পাবেন; ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার পূর্ণ সময় দুই ঘণ্টা।

পরীক্ষার্থীদের বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০ ও প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়-৮০ নম্বরসহ মোট ২০০ নম্বরের একটি সমন্বিত প্রশ্নপত্র দেওয়া হবে। নির্ধারিত দুই ঘণ্টা সময়ের মধ্যে তাঁদের চারটি বিষয়ের ২০০ নম্বরের ওএমআর ফরমে উত্তর দিতে হবে।

আরও পড়ুন

পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ/ভ্যানিটি ব্যাগ, গয়না-অলঙ্কার, ব্যাংক কার্ড/ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড এবং এর সদৃশ্য কোনো কিছু, যেমন হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিকস ঘড়ি, মুঠোফোন, ঘড়িসদৃশ্য মুঠোফোন, ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেকট্রনিকস ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে। পরীক্ষা চলাকালে পরীক্ষাকক্ষে কোনো পরীক্ষার্থীর নিকট নিষিদ্ধসামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে তাঁর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপসহকারী প্রকৌশলী পদের লিখিত (এমসিকিউ) পরীক্ষার সূচি, আসনবিন্যাস ও বিস্তারিত নির্দেশনা এই লিংকে দেখা যাবে।

আরও পড়ুন