সমন্বিত ৯ ব্যাংকে অফিসারের ১৭৬৩ পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

মডেল: রিয়াদ
ছবি: খালেদ সরকার

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত ৯টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানের ২০২০ সালভিত্তিক ১০ম গ্রেডের অফিসারের (জেনারেল) ১ হাজার ৭৬৩টি পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমন্বিত ৯টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের অফিসার (জেনারেল) পদের লিখিত পরীক্ষা ২০২৩ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় মোট ৭ হাজার ৪০৫ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৪ জানুয়ারি থেকে শুরু, চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মৌখিক পরীক্ষা বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের চতুর্থ তলা), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।

১০ম গ্রেডের অফিসার (জেনারেল) পদের জব আইডি ১০১৪৭। ১ হাজার ৭৬৩টি শূন্য পদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ২২৭টি, জনতা ব্যাংক পিএলসিতে ১ হাজার ১৬২টি, রূপালী ব্যাংক পিএলসিতে ৮৭টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ১৭টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১৬৩টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৭৭টি, প্রবাসীকল্যাণ ব্যাংকে ১৫টি, কর্মসংস্থান ব্যাংকে ১৩টি এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ২টি পদ আছে।

আরও পড়ুন

প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি ও অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রমাণক দলিলাদির মূলকপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি ক্রমানুসারে সাজিয়ে মৌখিক পরীক্ষা শুরুর আগে অবশ্যই মৌখিক পরীক্ষার বোর্ডের সহযোগী সদস্যদের কাছে জমা দিতে হবে।

যেসব কাগজপত্র জমা দিতে হবে, সেগুলো হলো—পরিচালক (বিএসসিএস) ও সদস্যসচিব, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর প্রার্থীর নিজ স্বাক্ষরযুক্ত নিজ হাতে লিখিত আবেদনপত্র; সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি (ছবির পেছনে প্রার্থীর নাম ও রোল নম্বর লিখতে হবে); পরীক্ষার প্রবেশপত্র; সব শিক্ষাগত যোগ্যতার সনদ (ক্রমানুসারে সাজিয়ে এসএসসি/সমমান সনদ, এইচএসসি/সমমান সনদ, চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) সনদ ও মার্কশিট, স্নাতকোত্তর সনদ ও মার্কশিট; ২০ জানুয়ারি ২০২২ তারিখের পর ইস্যুকৃত চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান)/ স্নাতকোত্তর পর্যায়ের সনদ/মার্কশিটে ফল প্রকাশের তারিখ উল্লেখ না থাকলে পরীক্ষা নিয়ন্ত্রক বা রেজিস্ট্রারের কার্যালয় থেকে ইস্যুকৃত ফল প্রকাশের তারিখসংক্রান্ত সনদ; ‘ও’ লেভেল/ ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হলে অথবা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত হলে দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ইস্যুকৃত সমমান সনদ (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ); আবেদনে উল্লিখিত স্থায়ী ঠিকানার সমর্থনে (পিতা/স্বামী) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক সম্প্রতি ইস্যুকৃত জাতীয়তা সনদ/নাগরিকত্ব সনদ; মুক্তিযোদ্ধাসংক্রান্ত প্রার্থীদের মুক্তিযোদ্ধা সনদ–সম্পর্কিত প্রমাণক দলিলাদির সনদ; প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে প্রতিবন্ধিতার সপক্ষে প্রদত্ত সনদ; ক্ষুদ্র জাতিগোষ্ঠীসংক্রান্ত প্রার্থীদের ক্ষুদ্র জাতিগোষ্ঠী সনদ–সম্পর্কিত প্রমাণক দলিলাদির সনদ; চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে তাঁদের নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র।

আরও পড়ুন

প্রকাশিত ফলাফলে কোনো কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার বিএসসিএস সংরক্ষণ করে। প্রার্থী কর্তৃক দাখিল করা অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ তথ্য/দলিলাদির কারণে নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে প্রার্থীর সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই প্রার্থিতা বাতিল করার অধিকার বিএসসিএস সংরক্ষণ করে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সূচি এই লিংকে দেখা যাবে।

আরও পড়ুন