বিআরটিসির লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কন্ডাক্টর-ডি (কাউন্টারম্যান), উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিআরটিসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কন্ডাক্টর-ডি (কাউন্টারম্যান) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৫০৩ জন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা কাল রোববার থেকে শুরু, চলবে আগামী ২ আগস্ট পর্যন্ত।
রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির কেন্দ্রীয় মেরামত কারখানায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ১৫০ থেকে ২০০ জন প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে।
এ ছাড়া বিআরটিসির উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) ও উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) পদে উত্তীর্ণ হয়েছেন ৭ জন ও উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে উত্তীর্ণ হয়েছেন ১০ জন। এই দুই পদের মৌখিক পরীক্ষাও কাল বিআরটিসির কেন্দ্রীয় মেরামত কারখানায় অনুষ্ঠিত হবে।
কন্ডাক্টর-ডি (কাউন্টারম্যান) পদে লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সূচি এই লিংকে এবং উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) ও উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদের লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সূচি এই লিংক থেকে জানা যাবে।