৪৬তম বিসিএসের প্রিলি সফল করতে কার কার সঙ্গে সভা করবে পিএসসি

মডেল: নুসরাত, হাদী ও ইয়াসফিছবি: খালেদ সরকার

একটি বিসিএসের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সভা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সফল করতে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে আজ রোববার থেকে তিন দিনব্যাপী সভা করার সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আগামী শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে পরীক্ষার্থীর ৩ লাখ ৩৮ হাজার।

সভার বিষয়ে জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘সভাগুলো ঠিক করা হয় পরীক্ষা সফল করতে। এবারও তাই করা হয়েছে। সবার সহযোগিতায় একটি সফল পরীক্ষা আয়োজন করাই আমাদের মূল লক্ষ্য।’

পিএসসি সূত্র জানায়, আজ রোববার থেকে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সভা শুরু করবে পিএসসি। প্রথমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সভা করার কথা আছে। সেখানে পুলিশ কমিশনারসহ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তারা থাকবেন। আইনশৃঙ্খলাগত নানা দিক যেন সুষ্ঠুভাবে পালন করা যায়, সেসব বিষয় নিয়ে কথা বলা হবে সভায়। প্রশ্ন ফাঁসের মতো বিষয় যাতে মোকাবিলা করা যায়, তা আলোচনা হওয়ার কথা। একই দিনে পিএসসির বিভিন্ন সদস্য, আঞ্চলিক অফিস, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউনিটের দায়িত্বরত কর্মকর্তাদের এসব শাখার সঙ্গে সভা করবে পিএসসি। কোথায় কে কোন দায়িত্ব পালন করবেন, কে সমন্বয় করবেন, কে কাকে কোন বিষয় অবহিত করবেন, সেসব বিষয় নিয়ে সভায় আলোচনা হবে।

আরও পড়ুন

আগামীকাল সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সভা করার দিন ঠিক করেছে পিএসসি। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন, কোন পরিস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কোন সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে নির্দেশনা দেবে পিএসসি। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সারা দেশে ১৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। এই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ১০৬ জন ঢাকায় দায়িত্ব পালন করবেন।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার দিনে পরীক্ষাকেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকার ৯৬ পরীক্ষা হলের প্রতিটির জন্য একজন করে ৯৬ জন এবং পিএসসি সচিবালয়ে নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনের জন্য ১০ জনসহ বিসিএস প্রশাসন ক্যাডারের ১০৬ কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করে মোবাইল কোর্ট আইনের বিধান মোতাবেক ক্ষমতা প্রদান করা হলো।’

আরও পড়ুন

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘৪৬তম বিসিএসে সারা দেশে ১৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ঢাকায় থাকবেন ১০৬ জন। এই ১৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে আমাদের সভার তারিখ ঠিক করা আছে। তাঁরা সভায় অংশ নিয়ে নানা নির্দেশনা সম্পর্কে অবগত হবেন।’

আগামী মঙ্গলবার মূলত পরীক্ষার কেন্দ্র প্রতিনিধিদের সঙ্গে সভার কথা আছে পিএসসির। প্রতি কেন্দ্র থেকে দুজন সভায় থাকার কথা বলা হয়েছে। কেন্দ্র পরিচালনার নানা খুঁটিনাটি বিষয়, দরকারি তথ্য, দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করা হবে সভায়।

আরও পড়ুন

৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। এই বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

আরও পড়ুন