যুব উন্নয়ন অধিদপ্তরের ৮ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় রাজস্ব খাতভুক্ত ৮টি পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, জুনিয়র প্রশিক্ষক, জুনিয়র ডেমোনেস্ট্রেটর (ব্লক ও বাটিক), প্রদর্শক, গাড়িচালক, হিসাব সহকারী কাম মুদ্রাক্ষরিক এবং ক্যাশিয়ার পদে নিয়োগের লক্ষ্যে ১০ মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এখানে দেখা যাবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
কম্পিউটার অপারেটর/সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর/ হিসাব সহকারী কাম মুদ্রাক্ষরিক/গাড়িচালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।
ব্যবহারিক/মৌখিক পরীক্ষার তারিখ যথাসময়ে এসএমএসের মাধ্যমে ও যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতা এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা ও অভিজ্ঞতার সমর্থনে প্রয়োজনীয় সনদ/কাগজপত্রের মূল কপি বোর্ডের সামনে প্রদর্শন ও অতিরিক্ত এক সেট সত্যায়িত ফটোকপি বোর্ডের কাছে জমা দিতে হবে।