তিতাস গ্যাসের ৯ম-১০ম গ্রেডের লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

পেট্রোবাংলার কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নবম ও দশম গ্রেডভুক্ত পদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য লিখিত নির্বাচনী পরীক্ষার তারিখ, আসনবিন্যাস ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, সহকারী ব্যবস্থাপক (কারিগরি) ও সহকারী কারিগরি কর্মকর্তা পদের লিখিত নির্বাচনী পরীক্ষা ২৪ মে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আসনবিন্যাস ও বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে

আরও পড়ুন