ডিএসসিসির চাকরির মৌখিক পরীক্ষা শুরু ২৭ আগস্ট

প্রতীকী ছবি: প্রথম আলো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উপসহকারী প্রকৌশলী (পুর) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ডিএসসিসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসহকারী প্রকৌশলী (পুর) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৭ আগস্ট শুরু হবে। পরীক্ষা চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন

ডিএসসিসির নগর ভবনের মেয়র সভাকক্ষে পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন ৩৫ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ও নাগরিকত্ব সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সব সনদের এক সেট ফটোকপি এবং অনলাইনে পূরণ করা আবেদনপত্রের একটি প্রিন্ট কপি দাখিল করতে হবে।

আরও পড়ুন

সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি বা ছাড়পত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে যথাস্থানে উপস্থিত হতে হবে।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এ লিংকে

আরও পড়ুন