স্বাস্থ্য অধিদপ্তরের নবম গ্রেডে দুই পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের নবম গ্রেডের বায়োকেমিস্ট ও ফার্মাসিস্ট (গ্র্যাজুয়েট) পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবম গ্রেডের বায়োকেমিস্ট ও ফার্মাসিস্ট (গ্র্যাজুয়েট) পদের লিখিত পরীক্ষা গত ৬ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় বায়োকেমিস্ট পদে ৬২ জন ও ফার্মাসিস্ট (গ্র্যাজুয়েট) পদে ৭১ জন উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বায়োকেমিস্ট ও ফার্মাসিস্ট (গ্র্যাজুয়েট) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিপিএসসি ফরম–৫এ (অ্যাপ্লিকেন্টস কপি) ও প্রয়োজনীয় কাগজপত্রের এক সেট ২৬ মে থেকে ১০ জুনের পর্যন্ত (সরকারি ছুটির দিন ছাড়া) প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত পরিচালক (ইউনিট-৭), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর হাতে হাতে অথবা ডাকযোগে জমা দিতে হবে। প্রতিটি ডকুমেন্টসের ওপর অবশ্যই পদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

আরও পড়ুন

কোনো প্রার্থী উল্লিখিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

লিখিত পরীক্ষার ফল এই লিংকে দেখা যাবে।