এনটিআরসিএর ৭ম গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ, সুপারিশ পেলেন ১১ হাজার ৭১৩
বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ৭ম নিয়োগ বিজ্ঞপ্তির (বিশেষ) ফল প্রকাশ করা হয়েছে। সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১১ হাজার ৭১৩ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) ৫ হাজার ৭৪২ জন, মাদ্রাসায় ৪ হাজার ২৫৫ জন, কারিগরিতে ৩৫৪ জন, কারিগরি ও মাউশিতে (সংযুক্তি প্রতিষ্ঠান) ১ হাজার ১৫৫ জন এবং মাদ্রাসা ও কারিগরিতে (সংযুক্তি প্রতিষ্ঠান) ২০৭ প্রার্থীকে সুপারিশ করা হয়েছে।
৭ম নিয়োগ বিজ্ঞপ্তিতে (বিশেষ) ৬৭ হাজার ৮৭টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়ে ১৮ হাজার ৩৯৯টি। ১৭ ও ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন এতে আবেদন করেন। যাচাই–বাছাই শেষে ১১ হাজার ৭১৩ প্রার্থীকে সুপারিশ করা হয়েছে।
সুপারিশপ্রাপ্ত ব্যক্তিরা কবে এবং কী প্রক্রিয়ায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করবেন, তা পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে এনটিআরসিএ কর্তৃপক্ষ।
গত বছরের ১৬ জুন ১ লাখ ৮২২টি শূন্যপদে নিয়োগের জন্য ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এই বিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হন ৪১ হাজার ৬২৭ জন। প্রায় ৬০ হাজারসহ নতুন প্রায় ৮ হাজার শূন্যপদ পূরণে বিশেষ (৭ম) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
নির্বাচিত প্রার্থীরা এনটিআরসিএ’র অফিশিয়াল ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটকের নির্ধারিত লিংক http://ngi.teletalk.com.bd থেকে ফলাফল জানতে পারবেন।
নির্বাচিত প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা তাদের নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করার মাধ্যমে বিস্তারিত তথ্য দেখতে পাবেন।
এনটিআরসিএ জানিয়েছে, কারিগরি কোনো সমস্যার কারণে যদি কোনো নির্বাচিত প্রার্থী বা প্রতিষ্ঠান প্রধান মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) না পান, তবে তাদের অবশ্যই ওয়েবসাইটের ‘৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ সেবা বক্স থেকে ফলাফল দেখে নেওয়ার অনুরোধ করা হয়েছে।